সংক্ষিপ্ত

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে ছন্দে ফিরল আর্জেন্টিনা (Argentina) ফুটবল দল। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল তারা।

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে ছন্দে ফিরল আর্জেন্টিনা (Argentina) ফুটবল দল। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল তারা।

ইরাককে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা। এই জয়ের ফলে অলিম্পিক্স ফুটবলে কোয়ার্টার ফাইনালের লড়াইতে টিকে থাকল তারা। ইরাকের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে আর্জেন্টিনা। কারণ, প্রথম থেকেই এই ম্যাচে ইউলিয়ান আলভারেজকে নামিয়ে দেন কোচ মাসচেরানো। হাতেনাতে ফল মেলে। খেলার ১৩ মিনিটে, সেই আলভারেজের পাস থেকেই গোল করে যান থিয়াগো আলমাডা।

খেলায় এগিয়ে গেলেও আক্রমণের ঝড় থামায়নি আর্জেন্টিনা। থিয়াগো এবং ক্রিশ্চিয়ানো মেদিনারা যেন একের পর এক আক্রমণ তুলে আনতে শুরু করেন। তবে চাপ সামলে, ম্যাচে ফেরার চেষ্টা করে ইরাকও। কিন্তু গোলের দরজা খুলতে পারেনি তারা। তবে ফার্স্ট হাফের একটু আগেই আর্জেন্টিনাকে চাপে ফেলে দেন আয়মেন হুসেন। অতিরিক্ত সময়ে গোল করে সমতা ফেরান তিনি।

শেষপর্যন্ত, প্রথমার্ধ শেষ হয় ১-১ ফলাফল নিয়েই।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ফের আক্রমণ শুরু করে আর্জেন্টিনা। এরপর কোচ দলে কয়েকটি পরিবর্তন করেন। ম্যাচের ৬২ মিনিটে, ফের আর্জেন্টিনাকে এগিয়ে দেন লুসিয়ানো গন্ডৌ। কেভিন জেননের ঠিকানা লেখা পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান তিনি।

উল্লেখ্য, ইরাক ওপেন ফুটবল খেলার ফলে আর্জেন্টিনাও একাধিক সুযোগ পেতে শুরু করে। লাগাতার কাউন্টার অ্যাটাকের দরুণ, ৮৪ মিনিটের মাথায় দলের হয়ে তৃতীয় গোলটি করেন এজ়েকুইয়েল ফার্নান্দেজ। এই গোলটির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সেই আলভারেজ। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ইরাক।

প্রথম ম্যাচে গোল বাতিলের জেরে হারতে হয় আর্জেন্টিনাকে। কিন্তু এই ম্যাচে লড়াই করেই ফিরে এল তারা। শেষপর্যন্ত, ইরাককে ৩-১ গোলে হারিয়ে লড়াই জমিয়ে দিল আর্জেন্টিনা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।