৫৫ মিলিয়ন ইউরো দেয়নি পিএসজি, বকেয়া অর্থের দাবিতে উয়েফার দ্বারস্থ এমবাপে
প্যারিস সাঁ-জা ছেড়ে ইউরোপের ক্লাব ফুটবলের ইতিহাসে সফলতম দল রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। তবে প্যারিস সাঁ-জা ছাড়লেও, এই ক্লাবের সঙ্গে এখনও এমবাপের সম্পর্ক শেষ হয়নি।
- FB
- TW
- Linkdin
ফ্রি এজেন্ট হিসেবে প্যারিস সাঁ-জা ছেড়েছেন কিলিয়ান এমবাপে, এবার তাঁকে সব শেখাতে চাইছে ফ্রান্সের এই ক্লাব
প্যারিস সাঁ-জা থেকে বিপুল অর্থ বাকি ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার কিলিয়ান এমবাপের। তাঁকে এই অর্থ দিচ্ছে না পিএসজি।
প্যারিস সাঁ-জা থেকে বকেয়া অর্থ আদায়ের লক্ষ্যে উয়েফার দ্বারস্থ কিলিয়ান এমবাপে
প্যারিস সাঁ-জা থেকে ৫৫ মিলিয়ন ইউরো পাবেন কিলিয়ান এমবাপে। এই বিপুল অর্থ আদায়ের লক্ষ্যে তিনি উয়েফার দ্বারস্থ হয়েছেন।
কিলিয়ান এমবাপের দাবি, তাঁকে গত মরসুমের শেষ তিন মাসের বেতন দেয়নি প্যারিস সাঁ-জা
কিলিয়ান এমবাপের অভিযোগ, তিনি প্যারিস সাঁ-জা-র কাছ থেকে এপ্রিল, মে ও জুন মাসের বেতন পাননি। এছাড়া এই তিন মাসের জন্য তাঁকে ‘এথিক্যাল বোনাস’ দেয়নি পিএসজি।
সাইনিং বোনাস হিসেবেও প্যারিস সাঁ-জা-র কাছ থেকে বিপুল অর্থ পাওয়ার কথা ছিল কিলিয়ান এমবাপের
সাইনিং বোনাস হিসেবে এ বছরের ফেব্রুয়ারিতে প্যারিস সাঁ-জা-র কাছ থেকে ৩৬ মিলিয়ন ইউরো পাওয়ার কথা ছিল কিলিয়ান এমবাপের। সেই অর্থও তাঁকে দেয়নি পিএসজি।
বকেয়া অর্থ আদায়ের লক্ষ্যে জুনেই প্যারিস সাঁ-জা-কে সরকারিভাবে নোটিস দেন কিলিয়ান এমবাপে
প্যারিস সাঁ-জা-র কাছ থেকে বিপুল অর্থ না পাওয়ায় জুনে নোটিস পাঠান কিলিয়ান এমবাপে। কিন্তু এরপরেও তাঁকে বকেয়া অর্থ দিচ্ছে না পিএসজি।
ফ্রেঞ্চ প্রফেশনাল ফুটবল লিগে লিগ্যাল কমিটিতে অভিযোগ দায়ের কিলিয়ান এমবাপের
প্যারিস সাঁ-জা-র কাছ থেকে বকেয়া অর্থ আদায়ের লক্ষ্যে ফ্রেঞ্চ প্রফেশনাল ফুটবল লিগে লিগ্যাল কমিটিতে অভিযোগ দায়ের করেছেন কিলিয়ান এমবাপে।
ফ্রান্সের পেশাদার ফুটবল লিগের নিয়ম অনুযায়ী, কোনও ফুটবলারেরই বেতন বকেয়া রাখা যায় না
ফ্রান্সের পেশাদার ফুটবল সংক্রান্ত সনদের ২৫৯ ধারা অনুসারে, প্রতি মাসের শেষ দিনের মধ্যে সব ফুটবলারের বেতন মিটিয়ে দিতে হবে। এই নিয়ম লঙ্ঘন করেছে প্যারিস সাঁ-জা।
কিলিয়ান এমবাপের অভিযোগের বিষয়টি উয়েফার কাছে পাঠিয়ে দিয়েছে ফরাসি ফুটবল সংস্থা
কিলিয়ান এমবাপে সরকারিভাবে প্যারিস সাঁ-জা-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর বিষয়টির বিচারের জন্য উয়েফার কাছে পাঠিয়েছে ফরাসি ফুটবল সংস্থা।
প্যারিস সাঁ-জা-র ইতিহাসে সর্বাধিক গোলদাতা হওয়ার রেকর্ড গড়েছেন কিলিয়ান এমবাপে
প্যারিস সাঁ-জা-র হয়ে সাত বছর খেলেছেন কিলিয়ান এমবাপে। তিনি এই ক্লাবের ইতিহাসে সর্বাধিক গোলদাতা।
প্যারিস সাঁ-জা ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার কারণেই দল ছেড়েছেন কিলিয়ান এমবাপে
প্যারিস সাঁ-জা প্রেসিডেন্ট নাসির আল-খেলাইফির সঙ্গে প্রকাশ্যে বাগযুদ্ধে জড়িয়ে পড়েন কিলিয়ান এমবাপে। ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার জন্যই দল ছেড়েছেন এমবাপে।
রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার লক্ষ্যে কিলিয়ান এমবাপে
প্যারিস সাঁ-জা-র হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি কিলিয়ান এমবাপে। এবার রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপের ক্লাব ফুটবলের সেরা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে চান এই স্ট্রাইকার।
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পরেই উয়েফা সুপার কাপ জিতেছেন কিলিয়ান এমবাপে
রিয়াল মাদ্রিদকে উয়েফা সুপার কাপ জিততে সাহায্য করেছেন কিলিয়ান এমবাপে। তিনি লা লিগার ম্যাচও খেলেছেন।