Cristiano Ronaldo Vs Lionel Messi: 'মেসির সঙ্গে আর লড়াই নেই,' ঘোষণা রোনাল্ডোর
- FB
- TW
- Linkdin
লিওনেল মেসির সঙ্গে আর কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই, দাবি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির সঙ্গে এখন আর কোনও প্রতিযোগিতা বা লড়াই নেই, দাবি পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।
দেড় দশক ইউরোপের ক্লাব ফুটবল শাসন করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি
২০০৮ থেকে ২০১৭ পর্যন্ত পালা করে ব্যালন ডি'অর জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। এই ২ তারকা মোট ৭৯টি ট্রফি জিতেছেন।
দলগত ও ব্যক্তিগত সাফল্য, মোট গোলের হিসেবেও বাকিদের পিছনে ফেলে দিয়েছেন মেসি-রোনাল্ডো
বর্তমানে যাঁরা ফুটবল খেলছেন তাঁদের মধ্যে শুধু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসিই ৮০০-র বেশি গোল করার নজির গড়েছেন।
'আমরা ফুটবলের ইতিহাস বদলে দিয়েছি,' লিওনেল মেসির সঙ্গে লড়াই প্রসঙ্গে মন্তব্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
লিওনেল মেসির সঙ্গে লড়াই প্রসঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেছেন, ‘যারা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পছন্দ করে, তাদের মেসিকে ঘৃণা করার প্রয়োজন নেই। আমরা ফুটবলের ইতিহাস বদলে দিয়েছি। সারা বিশ্বে আমরা শ্রদ্ধার পাত্র। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ৮৫০ গোল করার নজির গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
৫ বার ব্যালন ডি'অর জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন রোনাল্ডো।
এবার ব্যালন ডি'অর জেতার দৌড়ে বাকিদের চেয়ে অনেকটা এগিয়ে লিওনেল মেসি
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়েও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন তিনি। সেই কারণেই ফের ব্যালন ডি'অর জিততে পারেন।
এবার ব্যালন ডি'অর জেতার দৌড়ে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আছেন লিওনেল মেসি
এবার ব্যালন ডি'অরের জন্য ৩০ জনের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে আছেন লিওনেল মেসি।
লিওনেল মেসির পাশাপাশি ব্যালন ডি'অর জেতার লড়াইয়ে আছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হোলান
কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট জেতেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে। ম্যাঞ্চেস্টার সিটিকে ত্রিমুকুট জিততে সাহায্য করেন আর্লিং হোলান। তাঁরাও লিওনেল মেসির সঙ্গে ব্যালন ডি'অর জেতার লড়াইয়ে আছেন।
৩০ অক্টোবর এবারের ব্যালন ডি'অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে, অপেক্ষায় সারা বিশ্ব
সারা বিশ্বে ছড়িয়ে থাকা লিওনেল মেসির অনুরাগীদের আশা, ৩০ অক্টোবর ব্যালন ডি'অর বিজয়ী হিসেবে আর্জেন্টিনার অধিনায়কের নামই ঘোষণা করা হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন লিওনেল মেসি
ইন্টার মায়ামিকে লিগস কাপ চ্যাম্পিয়ন করেছেন লিওনেল মেসি। এবার মেজর লিগ সকারেও দলকে সাফল্য এনে দেওয়াই তাঁর লক্ষ্য।