2025 SAFF Women's Club Championship: প্রথমবার সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়েছে। ভারতের প্রতিনিধি হিসেবে এই টুর্নামেন্টে খেলছে ইস্টবেঙ্গল। পরপর দুই ম্যাচ জিতে ফাইনালের পথে এগিয়ে গেল ইস্টবেঙ্গল।
KNOW
East Bengal FC Women's Football Team: মহিলাদের ক্লাব ফুটবলে ভারত-পাকিস্তান (India vs Pakistan) লড়াইয়ে দেশের সম্মান রক্ষা করল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপে (2025 SAFF Women's Club Championship) পাকিস্তানের করাচি সিটি উইমেনস ফুটবল ক্লাবকে (Karachi City Women Football Club) ২-০ উড়িয়ে দিল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের শুরু থেকে শেষপর্যন্ত দাপট দেখিয়ে পাকিস্তানের ক্লাবকে পর্যুদস্ত করল ইস্টবেঙ্গল। ম্যাচের শুরুতেই প্রথম গোল হয়। পঞ্চম মিনিটে বক্সের মাথা থেকে ডান পায়ের অসাধারণ শটে প্রথম গোল করেন সুলঞ্জনা রাউল (Sulanjana Raul)। প্রথমার্ধের শেষে ১-০ এগিয়েছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ে। ৪৯ মিনিটে হেডে দ্বিতীয় গোল করেন রেস্টি নানজিরি (Resty Nanziri)। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানের (Bhutan) ট্রান্সপোর্ট ইউনাইটেড এফসি-কে (Transport United FC) ৪-০ উড়িয়ে দেয় লাল-হলুদ ব্রিগেড। পরপর দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে এখন শীর্ষে সুলঞ্জনারা। তাঁরা ফাইনালের পথে এগিয়ে গিয়েছেন।
আন্তর্জাতিক খেতাবের লক্ষ্যে ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গলের পুরুষ ফুটবল দল একাধিকবার বিদেশের মাটিতে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে। এবার মহিলা দল প্রথম খেতাব জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে। অ্যান্টনি স্যামসন অ্যান্ড্রুজের (Anthony Samson Andrews) কোচিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে ইস্টবেঙ্গলের মহিলা দল। দেশের সেরা ক্লাব হয়ে ওঠার সুবাদে এএফসি প্রতিযোগিতায় খেলেছে লাল-হলুদের মহিলা ব্রিগেড। এখন সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ চলছে। এই টুর্নামেন্টে নেপালের (Nepal) এপিএফ উইমেনস ফুটবল ক্লাব (APF Women’s Football Club) এবং বাংলাদেশের (Bangladesh) নাসরিন স্পোর্টিং ক্লাবের (Nasrin Sporting Club) বিরুদ্ধে ম্যাচ বাকি। সেই দুই ম্যাচে জয় পেলে শীর্ষে থেকেই ফাইনালে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল।
মহিলা ফুটবলে লাল-হলুদের সাফল্য
ইস্টবেঙ্গলের পুরুষ ফুটবল দলের তুলনায় মহিলা দলের পারফরম্যান্স অনেক উজ্জ্বল। সুলঞ্জনারা দেশের সেরা লিগ জিতেছেন। এএফসি প্রতিযোগিতায় ভালো ফল না হলেও, সাফ চ্যাম্পিয়নশিপে তাঁরা দাপট দেখাচ্ছেন। এই টুর্নামেন্ট জেতাই ইস্টবেঙ্গলের লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


