Mohun Bagan: বুধবার সন্ধ্যায়, মোহনবাগান জানিয়ে দিল তাদের চূড়ান্ত সিদ্ধান্ত। পরপর দুটি বড় আপডেট সামনে এল। একদিকে সবুজ মেরুনের কোচের পদ থেকে ছাঁটাই হলেন জোসে মোলিনা। আর তারপরই ঘোষণা করা হল নতুন কোচের নাম। 

Mohun Bagan: কোচ বদল মোহনবাগানে। মোহনবাগানের নতুন হেডস্যার হিসেবে নিযুক্ত হলেন সের্জিও লোবেরা (sergio lobera joins mohun bagan)। বাকি মরশুমের জন্য তিনিই দলের দায়িত্ব সামলাবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে সবুজ মেরুনের তরফে (sergio lobera to mohun bagan)। 

মোহনবাগানের নতুন হেডস্যার সের্জিও লোবেরা

বুধবার সন্ধ্যায়, মোহনবাগান জানিয়ে দিল তাদের চূড়ান্ত সিদ্ধান্ত। পরপর দুটি বড় আপডেট সামনে এল। একদিকে সবুজ মেরুনের কোচের পদ থেকে ছাঁটাই হলেন জোসে মোলিনা। আর তারপরই ঘোষণা করা হল নতুন কোচের নাম। বুধবার, সরকারিভাবে সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতে।

Scroll to load tweet…

সের্জিও লোবেরার সঙ্গে নতুন চুক্তি সেরে নিল মোহনবাগান। জেমি ম্যাকলারেন, জেসন কামিংস এবং বিশাল কেইথদের নিয়ে আগামী ৩০ নভেম্বর থেকেই অনুশীলনে নেমে পড়ছেন দলের নতুন হেডস্যার। এমনিতে ভারতীয় ফুটবলকে কার্যত, হাতের তালুর মতো চেনেন এই স্প্যানিশ কোচ। তাঁর ঝুলিতে রয়েছে আইএসএল শিল্ড এবং লিগ জয়ের দুর্দান্ত অভিজ্ঞতা। 

কী বলছেন নতুন কোচ?

এমনকি, বার্সেলোনার মতো ক্লাবের সঙ্গেও তাঁর নাম জড়িয়ে রয়েছে। এই সাফল্যের কথা মাথায় রেখেই বাকি মরশুমের জন্য সের্জিওর উপরই আস্থা রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে, সবুজ মেরুনের সঙ্গে যুক্ত হয়ে সের্জিও লোবেরা জানিয়েছেন, “মোহনবাগানের দায়িত্ব নেওয়া আমার কাছে বিরাট একটা সম্মানের ব্যাপার। এই ক্লাবের অনেক ইতিহাস রয়েছে। সেইসঙ্গে, আছে আবেগ এবং উচ্চাকাঙ্ক্ষা। আমি এমন একটি দল গড়ে তুলতে চাই, যারা খেলবে সাহসিকতা, নিজের পরিচয় এবং জয়ের মানসিকতা নিয়ে। আমরা সবাই একসঙ্গে কাজ করব।" 

মোহনবাগানের নতুন হেডস্যারের কথায়, "আগামীর অধ্যায় হয়ে উঠবে অবিস্মরণীয়। এই দলে একাধিক প্রতিভা রয়েছে, যারা ভারতীয় ফুটবলে আধিপত্য বিস্তার করতে সক্ষম। আমি এখানে এসেছি সেই সম্ভাবনাকে আরও উচ্চতায় তুলে নিয়ে যাওয়ার জন্য। মোহনবাগান সবসময় শীর্ষে থাকার যোগ্য। আর আমরা প্রতিদিন কাজ করব সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে।’’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।