সংক্ষিপ্ত
ডুরান্ড কাপ, কলকাতা লিগ, আইএসএল-এ দলের পারফরম্যান্স একেবারেই ভালো হয়নি। সুপার কাপ থেকেও কি শুরুতেই বিদায় নেবে ইস্টবেঙ্গল? হায়দরাবাদ এফসি ম্যাচের আগে সতর্ক লাল-হলুদ শিবির।
সুপার কাপের প্রথম ম্যাচে ওড়িশা এফসি-র বিরুদ্ধে প্রথমার্ধে মোবাশির রহমানের গোলে এগিয়ে যাওয়ার পরেও দ্বিতীয়ার্ধে গোল হজম করে ড্র করেছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে লাল-হলুদ ব্রিগেডেরই ৩ পয়েন্ট প্রাপ্য ছিল। একাধিক সহজ সুযোগ নষ্ট না হলে জয় পেয়েই মাঠ ছাড়তেন নাওরেম মহেশ সিং, সার্থক গলুইরা। সুপার কাপের ফর্ম্যাট অনুযায়ী প্রতিটি গ্রুপ থেকে একটি করে দল সেমি-ফাইনালে যাবে। গ্রুপ বি-র প্রথম ম্যাচে আইজল এফসি-কে ২-১ গোলে হারিয়ে সুবিধাজনক জায়গায় হায়দরাবাদ এফসি। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে সেই হায়দরাবাদের বিরুদ্ধেই লড়াই লাল-হলুদের। সেমি-ফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে ইস্টবেঙ্গলকে। ড্র করলে বা হেরে গেলে সব আশা শেষ। ফলে চাপে লাল-হলুদ শিবির। এবারের আইএসএল-এ দু'টি ম্যাচেই ইস্টবেঙ্গলকে হারিয়ে দেয় হায়দরাবাদ। ফলে বৃহস্পতিবার মানসিকভাবে এগিয়ে থেকেই মাঠে নামবেন হলুদ জার্সিধারীরা। জয় পেতে হলে নিজেদের ছাপিয়ে যেতে হবে কমলজিৎ সিং, লালচুংনুঙ্গাদের।
হায়দরাবাদের মুখোমুখি হওয়ার আগে লাল-হলুদ আক্রমণভাগের প্রধান ভরসা ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা বলেছেন, 'আমরা গত ম্যাচে যেভাবে খেলেছি, তার চেয়ে অনেক ভালো পারফরম্যান্স দেখাতে হবে। গত ম্যাচের ভুলগুলি করলে চলবে না। ওড়িশার বিরুদ্ধে প্রথমার্ধে আমরা খুব একটা ভালো খেলতে পারিনি, কিন্তু দ্বিতীয়ার্ধে অনেক ভালো খেলেছি। অনেক সুযোগ তৈরি হয়েছে। তবে হায়দরাবাদের বিরুদ্ধে আমাদের আরও ভালো পারফরম্যান্স দেখাতে হবে। ওড়িশার চেয়ে হায়দরাবাদ অনেক বেশি শক্তিশালী দল। ওরা আইএসএল-এর অন্যতম সেরা দল। ফলে ওদের হারাতে হলে আমাদের সেরা পারফরম্যান্স দেখাতে হবে। আমরা ভালো খেলার চেষ্টা করব। সুপার কাপে টিকে থাকতে হলে আমাদের জিততেই হবে। আমরা নিজেদের সেরাটা দিয়ে দলকে জেতানোর চেষ্টা করব।'
সুপার কাপের পরেই ছাঁটাই হচ্ছেন লাল-হলুদের ব্রিটিশ কোচ স্টিফেন কনস্টানটাইন। ফলে তাঁর মধ্যে নিস্পৃহতা দেখা যাচ্ছে। দলের অনেক ফুটবলারকেও হয়তো পরের মরসুমে রাখা হবে না। ফলে অনেকের মধ্যেই গা ছাড়া ভাব দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে হায়দরাবাদের মতো শক্তিশালী দলকে হারানো ইস্টবেঙ্গলের পক্ষে অত্যন্ত কঠিন।
লাল-হলুদের পরবর্তী কোচ হিসেবে স্পেনের সার্জিও লোবেরা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছেন বলে কয়েকদিন আগেই জানা গিয়েছিল। কিন্তু এখন আবার শোনা যাচ্ছে, আইএসএল জয়ী কোচের সঙ্গে কথা চালাচ্ছে ওড়িশা এফসি-ও। ফলে লোবেরাকে ইস্টবেঙ্গল পাবে কি না, সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
আরও পড়ুন-
প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয়, জামশেদপুরকে হাল্কাভাবে নিচ্ছে না সবুজ-মেরুন
Bengaluru FC: হেড না ক্যাচ? কোচের সঙ্গে মজার খেলায় সুনীল ছেত্রী-রয় কৃষ্ণরা
অসংখ্য সুযোগ নষ্ট, সুপার কাপের প্রথম ম্যাচে ওড়িশার সঙ্গে ড্র ইস্টবেঙ্গলের