সংক্ষিপ্ত
কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) দ্বিতীয় দিনে পদকের খাতা খুলেছে ভারত। একইদিনে চারটি পদক এসেছে ভারত্তোলন বিভাগে। তৃতীয় দিনে দেখে নিন ভারতীয় দলের সূচি (Indian Team 3rd day full Schedule)।
কমন ওয়েলথ গেমস ২০২২-এর প্রথম দিনে কোনও পদক না এলেও শুরুটা ভালোই করেছিলেন ভারতীয় অ্যাথলিটরা। হকি, বক্সিং, ব্যাডমিন্টন, টেবিল টেনিস একাধিক বিভাগে জয় এসেছিল। দ্বিতীয় দিনেই পদকের খাতা খোলে ভারতের। ভারোত্তোলনের ৫৫ কেজি বিভাগে সংকেত সারগরের রূপো জয় দিয়ে কমনওয়েলথে পদকের খাতা খোলে ভারত। এরপর ৬১ কেজি বিভাগে দেশকে ব্রোঞ্জ এনে দেন গুরুরাজা পূজারি। তারপর খোলে সোনার ভাগ্য। ৪৯ কেজি বিভাগে টোকিও অলিম্পিকে রূপো জয়ী মীরাবাই চানু কমনওয়েলথ ২০২২-এ দেশকে প্রথম সোনা এনে দেন। ভারোত্তোলনের ৫৫ কেজি বিভাগে রেকর্ড গড়ে রুপো জেতেন আরও এক ভারোত্তলক বিন্দিয়ারানী দেবী। পদক জয়ের পর সকল অ্যাথলিটকেই শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুররা। ফলে দ্বিতীয় দিনে যে চারটি পদক এসেছে ভারতের ঝুলিতে সবকটিই ভারোত্তলন বিভাগে।
তৃতীয় দিনেও ভারতীয় অ্যাথলিটরা দেশকে আরও পদক এনে দেবেন বলে আশাবাদী গোটা দেশ। নিজেদের সেরাট দেওয়ার অপেক্ষায় রয়েছেন ভারতীয় দলের ক্রীড়াবিদরাও। একদিকে তৃতীয় দিনে ষেমন ক্রিকেটে রয়েছে ভারত বনাম পাকিস্তানের মেগা ফাইট। ঠিক তেমনই ভারোত্তোলন , জিমন্যাস্টিক, বক্সিং সহ একাধিক বিভাগে রয়েছে পদক জয়ের হাতছানি। এক ঝলকে দেখে নিন ভারতীয় দলের তৃতীয় দিনের সূতি।
কমনওয়েলথ গেমস ২০২২-এ ভারতের তৃতীয় দিনের সূচি-
ক্রিকেট-
ভারত বনাম পাকিস্তান (বিকেল ৩.৩০)
সাঁতার-
পুরুষদের ২০০ মিটার বাটালফ্লাই- হিট থ্রি: সজন প্রকাশ (বিকেল ৩.০৭)
পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক- হিট ৬ (বিকেল ৩.৩১)
জিমন্যাস্টিক-
পুরুষদের অলরাউন্ড ফাইনাল- যোগেশ্বর সিং (দুপুর ১.৩০)
ব্য়াডমিন্টন-
মিক্সড টিম কোয়ার্টার ফাইনাল (রাত ১০)
বক্সিং-
মেয়েদের ৫০ কেজিতে – নিখাত জারিন (বিকেল ৪.৪৫)
ছেলেদের ৬৩.৫ কেজিতে – শিব থাপা (বিকেল ৫.১৫)
ছেলেদের ৭৫ কেজিতে – সুমিত কুণ্ডু (সোমবার রাত ১২.১৫)
ছেলেদের ৯২ কেজিতে – সাগর সাগর (সোমবার রাত ১.০০)
হকি (পুরুষ)-
ভারত বনাম ঘানা (রাত ৮.৩০)
ভারোত্তোলন-
ছেলেদের ৬৭ কেজিতে – জেরেমি লালরিননুনগা (দুপুর ২.০০)
মেয়েদের ৫৯ কেজিতে – পপি হাজারিকা (সন্ধে ৬.৩০)
মেয়েদের ৭৩ কেজিতে – অচিন্তা শিউলি (রাত ১১)
স্কোয়াশ-
মহিলাদের সিঙ্গলস: জোৎস্না চিনাপ্পা (সন্ধে ৬.০০)
পুরুষদের সিঙ্গল: সৌরভ ঘোষাল (সন্ধে ৬.৪৫)
টেবল টেনিস-
মহিলাদের দলগত সেমিফাইনাল: (রাত ১১.৩০)
পুরুষদের কোয়ার্টার ফাইনাল: (দুপুর ২.০০)