তাই জু-র কাছে স্ট্রেটে হার পিভি সিন্ধুর। খেলার ১৮-২১, ১২-২১।
- Home
- Sports
- Other Sports
- Live Tokyo 2020- সেমিফাইনালে স্বপ্নভঙ্গ, তাই জু ইং-এর কাছে স্ট্রেট সেটে হার পিভি সিন্ধুর
Live Tokyo 2020- সেমিফাইনালে স্বপ্নভঙ্গ, তাই জু ইং-এর কাছে স্ট্রেট সেটে হার পিভি সিন্ধুর

শুরু হয়ে গিয়েছে অলিম্পিক। বিশ্বসেরা এই ক্রীড়া প্রতিযোগিতা যেন আদতে এক বিশ্ব মহামিলনের স্থান। যার মূল উদ্দেশ্য-ই শান্তি এবং একে অপরের সঙ্গে সম্প্রীতির ঐক্য বজায় রেখে বাস করা। অলিম্পিক যে তার আদর্শ থেকে কোনওভাবেই কোনও দিন সরে আসেনি সে কথা উদ্বোধনী মঞ্চে বারবার বলে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। যার ফলে অতিমারির এই সঙ্কটে যখন মানব সভ্যতা আতঙ্কগ্রস্ত এবং ভয়াবহ পরিস্থিতির মধ্যে বসবাস করছে তখনও অলিম্পিক মানচবতার জয়গানের পক্ষে সওয়াল করছে। অলিম্পিক আসলে বিশ্ব মানব সভ্যতার এক শক্তি, এক আশা এবং এক উদ্যোম।
সেমিফাইনালে হার পিভি সিন্ধুর
প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হার সিন্ধুর
১৮-২১ ব্যবধানে সেমি ফাইনালে তাই জু-র বিরুদ্ধে হার পিভি সিন্ধুর।
শুরু সিন্ধুর ফাইনালে ওঠার লড়াই
সেমি ফাইনালে শুরু পিভি সিন্ধু বনাম তাই জু-ইং-এর লড়াই
সেমিফাইনালে নেমেছেন সিন্ধু, প্রতিপক্ষ তাই জু ইং
বক্সিংয়ের হার পুজা রানির
বক্সিংয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় পুজা রানির, জিতলেন চিনের লি কিয়ান
শুটিংয়ে ব্যর্থ অঞ্জুম ও তেজস্বিনী
শুটিংয়ের ৫০ মিটার রাইফেলে ১৫ নম্বরে শেষ করলেন অঞ্জুম ও ৩৩ নম্বরে শেষ করলেন তেজস্বিনী। প্রথম আটজন ফাইনালের যোগ্যতা অর্জন করে।
মহিলা হকিতে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত
মহিলা হকিতে দ্বিতীয় জয় ভারতীয় দলের। দক্ষিণ আফ্রিকাকে হারল ৪-৩ গোলে। হ্যাটট্রিক করলেন বন্দনা কাতারিয়া।
ডিস্কাস থ্রোয়ের ফাইনালে কমলপ্রীত
ফাইনালে উঠলেন কমলপ্রীত কৌর। ৬৪ মিটার দূরে ডিস্কাস ছুড়লেন তিনি। সরাসরি যোগ্যতা অর্জন করলেন ফাইনালে। তবে ছিটকে গেলেন সীমা পুনিয়া।
বক্সিংয়ে প্রি কোয়ার্টার থেকেই বিদায় অমিত পঙ্ঘলের
বক্সিংয়ে প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন অমিত পঙ্ঘল। কলম্বিয়ার প্রতিপক্ষের কাছে ১-৪ ব্যাবধানে হার।
তিরন্দাজীতে বিদায় অতনুর
ফের তিরন্দাজীতে ধাক্কা। প্রি কোয়ার্টার পাইনাল থেকেই বিদায় নিলেন বাংলার অতনু দাস। খেলার ফল ৬-৪।
তিরন্দাজীতে বিদায় অতনুর
ফের তিরন্দাজীতে ধাক্কা। প্রি কোয়ার্টার পাইনাল থেকেই বিদায় নিলেন বাংলার অতনু দাস। খেলার ফল ৬-৪।
হকিতে জাপানকে হারাল ভারত
হকিতে গ্রুপের শেষ ম্যাচে জাপানকে ৫-৩ গোলে হারাল ভারত
হকিতে ৩-২ গোলে এগিয়ে ভারতীয় পুরুষ হকি দল
ইতিমধ্যেই অলিম্পিকে পুরুষ হকিতে কোয়ার্টার ফাইনালে পৌছেছে ভারতীয় দল। গ্রুপের শেষ ম্য়াচে জাপানের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে এগিয়ে ভারত।
টোকিও অলিম্পিকের সেমিতে সিন্ধু
জাপানের ইয়ামাগুচিকে হারিয়ে টোকিও অলিম্পিকের সেমি ফাইনালে পিভি সিন্ধু। ২১-১৩ ও ২০-২২ ব্যবধানে জয় পেলেন ভারতীয় তারকা শাটলার।
হাড্ডাহাড্ডা লড়াই সিন্ধু-ইয়ামাগুচির
প্রথম সেটে জয়ী সিন্ধু। দ্বিতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই।
স্বপ্নভঙ্গ দীপিকা কুমারির
কোয়ার্টার ফাইনালে হার কোরিয়ার আন সানের কাছে হেরে বিদায় নিতে হল দীপিকা কুমারিকে। ০-৬ ব্যবধানে হার।
হকিতে প্রথম জয় ভারতীয় মহিলা হকি দলের
অবশেষে অলিম্পিকে জয় পেল ভারতীয় মহিলা হকি দল। আয়ারল্যান্ডকে হারাল ১-০ গোলে।
হকিতে প্রথম জয় ভারতীয় মহিলা হকি দলের
অবশেষে অলিম্পিকে জয় পেল ভারতীয় মহিলা হকি দল। আয়ারল্যান্ডকে হারাল ১-০ গোলে।
২ বছর পর শান্তির ভোজন চানুর
অলিম্পিকে পদক জয়ের পর বাড়ি ফিরেছেন মীরাবাঈ চানু। ২ বছর পর বাড়ি ফিরে তৃপ্তির ভোজন সারলেন তিনি।
হিট থেকে বিদায় দ্যুতি চাঁদের
মেয়েদের ১০০ মিটার দৌড়ে বিদায় দ্যুতি চাঁদের। ৭ নম্বরে শেষ করলেন তিনি।