টোকিও অলিম্পিকে রূপো জিতে দেশকে গর্বিত করেছিলেন মীরাবাঈ চানু। অলিম্পিকে পদক জয়ের পর রবিবার চানুর ২৭ তম জন্মদিন। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন অলিম্পিক্স মেডেলিস্ট। 

টোকিও অলিম্পিকে দেশের হয়ে প্রথম পদক জিতেছিলেন মীরাবাঈ চানু। ভারোত্তলনে দেশকে রূপো দিয়েছিলেন ইম্ফলের মেয়ে। চালুর সাফল্য গর্বিত হয়েছিল পুরো দেশ। এখনও পর্যন্ত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন চানু। রবিবার অলিম্পিক পদক জয়ী মীরাবাঈ চানুর ২৭ তম জন্মদিন। অন্যান্যবারের তুলনায় এবারের জন্মদিনটা অনেকটাই আলাদা। তিনি এখন দেশের গর্ব, রূপোর মেয়ে। জন্মদিনের সেরা উপহারটা টোকিওই পেয়ে গিয়েছিলেন। জন্মদিনে সেই ভিডিও শেয়ার করলেন চানু।

Scroll to load tweet…

জন্মদিনের সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন মীরাবাঈ চানু। দেশ জুড়ে বর্তমানে চানুর ফ্য়ানেরা শুভেচ্ছা জানাচ্ছেন অলিম্পিকে রূপো জয়ীকে। জন্মদিনের দিন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতে যান মীরাবাঈ চানু। মুখ্যমন্ত্রীর সঙ্গে কেক কেটে পালন করেন জীবনের বিশেষ দিনটি। একে অপরকে কেক খাইয়ে দেন তারাষ চানুকে শুভেচ্ছা জানান মণিপুরের মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় জন্মদিন সেলিব্রেশনের ভিডিও শেয়ার করে বীরেন সিং লেখেন,'মীরাবাঈ চানুকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। ভবিষ্যতে এইভাবেইব দেশকে গর্বিত কর'।

Scroll to load tweet…

আরও পড়ুনঃট্রেন্ট ব্রিজে জমজমাট প্রথম টেস্ট, পঞ্চম দিনে ঐতিহাসিক জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার

আরও পড়ুনঃ'সবে শুরু, আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব', অল্মিপিকে ভারতীয় দলকে শুভেচ্ছা রাজীব মেহতার

আরও পড়ুনঃরিও-র পুনরাবৃত্তি টোকিওতে, স্পেনকে হারিয়ে ফুটবলে সোনা জয় ব্রাজিলের

প্রসঙ্গত, সাঁইখোম মীরাবাই চানু ৮ আগস্ট ১৯৯৪ সালে নংপোক কাকিং, ইম্ফল ইস্ট, মণিপুরে জন্মগ্রহণ করেন। ছোট বেলায় পরিবারের জন্য আগুনের কাঠ তুলে আনতেন। তখনই তার মধ্যে ভারোত্তলনের ক্ষমতা লক্ষ্য করে তার পরিবার। মাত্র ১২ বছর বয়সেই ওয়েটলিফটিংয়ের প্রশিক্ষণ শুরু করেন মীরাবাই চানু। তারপর ধীরে ধীরে জেলা ও রাজ্যস্তরে খ্যাতি অর্জন করেন। জাতীয় স্তরে মীরাবাঈ চানুর প্রথম সাফল্য ২০১৪ সালে। সেই বছর কমনওয়েলথ গেমসে রূপো জেতেন তিনি। রিও অলিম্পিকে ব্যর্থতার হতাশা কাটিয়ে ঘুরেল দাঁড়ান চানু। ২০১৭ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪৮ কেজি বিভাগে সোনা জিতে নজর কেড়েছিলেন মণিপুরের ভারোত্তলক। ২০১৮ কমনওয়েলথে সোনা ও ২০২০ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন মীরাবাঈ। টোকিও অলিম্পিকে ভারোত্তলনের ৪৯ কেজি বিভাগে রূপো জিতে নিজের ও দেশবাসীর স্বপ্ন পূরণ করেন মীরাবাঈ চানু। জন্মদিনে অলিম্পিকে পদক জয়ীকে শুভেচ্ছা এশিয়ানেট নিউজ বাংলার পক্ষ থেকে।

YouTube video player