অলিম্পিকে হকিতে কেটেছে ৪১ বছরের পদক জয়ের খরা। টোকিও অলিম্পিক্সের ব্রোঞ্জ মেডেল জয়ের ম্যাচে জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে দেশবাসীর স্বপ্নপূরণ করেছে মনপ্রীত সিং ও তার দল। ১৬ জন ভারতীয় হকি প্লেয়ারের অদম্য জেদ, হার না মানা মনোভাবের ফসল হিসেবেই টোকিওতে ব্রোঞ্জ জয় ভারতের। ঐতিহাসিক দিনেচিনে ১৬ সুপার স্টারকে।