সংক্ষিপ্ত
টোকিও অলিম্পিক্সে ইতিহাস রচনা করলেন ভাবিনা প্যাটেল। সেমি ফাইনালে চিনা প্রতীদ্বন্দ্বীকে হারালেন ৩-২ ব্যবধানে। একইসঙ্গে রূপো জয় নিশ্চিৎ করলেন ভারতীয় প্যাডলার। ভাবিনাকে শুভেচ্ছা জানালেন মোদী।
টোকিও ২০২০ প্য়ারালিম্পিসক্সে টেবিল টেনিসের ফাইনালে উঠে ইতিহাস তৈরি করেছেন ভারতীয় মহিলা প্যাডলার ভাবিনা প্যাটেল। সেমি ফাইনালে চিনা প্রতীদ্বন্দ্বীকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে রূপো জয় নিশ্চিৎকরেছেন তিনি। রয়েছে সোনা জয়ের সুযোগও। প্রথম গেম হারলেও, পরের দুটি গেম জিতে এগিয়ে যান ভাবিনা। চতুর্থ ম্য়াচে জিতে সমতায় ফেরেন চিনের মিয়ায়ো ঝ্যাং। কিন্তু শেষ গেম জিতে ম্যাচ পকেটে পুরে নেন ভাবিনা। খেলার ফল ৭-১১,১১-৭, ১১-৪, ১১-৯, ১১-৮।
ফাইনালে টিকিট পাকা করতেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ভাবিনা প্যাটেল। শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাবিনার কৃতিত্বে পুরো দেশ গর্বিত বলে জানিয়েছেন নমো। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন,'অনেক অভিনন্দন ভাবিনা প্যাটেল। আপনি খুব ভালো প্রদর্শন করেছেন। সমগ্র দেশ আপনার সাফল্যের জন্য প্রার্থনা করছে এবং আগামীকালের যুদ্ধেও আপনার পাশে দাঁড়াবে। আপনি কোন চাপ ছাড়াই আপনার সেরাটা দেবেন। আপনার খেলাধুলা সবাইকে অনুপ্রাণিত করে।'
ভাবিনা প্যাটেলকে শুভেচ্ছা জানিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। ফাইনালের জন্যও আগাম শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সাই ও ভারতীয় প্যারিলিম্পক্সের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে ভারতীয় প্যাডলারকে। রবিবার সকাল ৭.১৫ মিনিটে ফাইনালে ভাবীনা প্যাটেলের সামনে বিশ্বের এক নম্বর চিনের ইং ঝৌ। উচ্ছ্বাসে গা না ভাসিয়ে ভাবিনার পাখির চোখ গোল্ডের দিকে।