অস্ট্রেলিয়ান ওপেন ২০২২ ফাইনালে (Australian Open 2022 final) নতুন ইতিহাস লিখলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। দানিল মেদভেদেভকে (Daniil Medvedev )হারিয়ে দ্বিতীয় অস্ট্রেলিয়ান  ওপেন ও কেরিয়ারের ২১ কম গ্র্যান্ড স্ল্যাম (Grand Slam) জিতলেন স্প্যানিশ টেনিস তারকা। পুরুষদের সিঙ্গলসে সবথেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম বিজেতা হলেন রাফা।  

মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে (Australian Open 2022 final) নতুন ইতিহাস লিখলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। ২১ নম্বর গ্র্যান্ড স্ল্যাম (Grand Slam) জিতে সবথেকে বেশি টাইটেল জয়ের রেকর্ড গড়লেন স্প্যানিশ টেনিস তারকা। পেছনে ফেললেন রজার ফেডেরার, নোভাক জোকোভিচকে। এদিন ফাইনানালে রাশিয়ান প্রতিপক্ষকে ২-৬, ৬-৭(৫-৭), ৬-৪, ৬-৪, ৭-৫ ব্যবধানে হারালেন রাফা। স্কোর লাইনই বলে দিচ্ছে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ফাইনালে দুই প্রতিপক্ষের মধ্যে। প্রথম দুই সেটে মেদভেদেভের (Daniil Medvedev) কাছে হারের পর অনেকেই ধরে নিয়েছিলেন ২১ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জয় এবারও অধরা থেকে যাবে নাদালের কাছে। কিন্তু এদিন যেন নিজের ভাগ্য নিজেই লিখবেন বলে পণ করে নেমেছিলেন রাফা। ২-০ পিছিয়ে পড়েও দুরন্তভাবে কামব্যাক করেন তিনি। প্রায় ৫ ঘণ্টা ৪৫ মিনিট ধরে চলা অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে টেনিস ইতিহাসের অন্যতম সেরা ম্য়াচ। আর শেষ পর্যন্ত নাদাল আরও একবার প্রমাণ করলেন বয়স নয়, অভিজ্ঞতাই আসল। নিজের কেরিয়ারে দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জয় ও কেরিয়ারের ২১ তম গ্র্যান্ডস্ল্যাম জিতে রেকর্ড বুকে 'স্প্যানিশ আর্মাডা' রাফায়েল নাদাল।

Scroll to load tweet…

এদিন ম্য়াচের প্রথম সেটে নাদালকে দাঁড়াতেই দেননি মেদভেদেভ। প্রথম সেটে নাদালকে দেখে বোঝাই যায়নি তিনি ফাইনাল কেলতে নেমেছেন। ২-৬ ব্যবধানে প্রথম সেট হারেন নাদাল। দ্বিতীয় সেট থেকে লড়াইয়ে ফেরার চেষ্টা করেন নাদাল। দ্বিতীয় সেটে ৪-১ গেমে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচ যায় টাই ব্রেকারে। সেখানে সেট হারেন রাফা। পরপর দুই সেট হারের ফলে বিশেষজ্ঞরা ধরেই নিয়েছিলেন দই ফাইনালিস্টের বয়সের তফাৎই ম্য়াচে পার্থক্য গড়ে দিচ্ছে। কিন্তু তৃতীয় সেট থেকে নিজের লড়াকু মানুসীকতা, হার না মানা মনোভাব, অভিজ্ঞতার জোরে লড়াইয়ে ফেরেন রাফায়েল নাদাল। তৃতীয় ও চতুর্থ সেট দুটিই ৬-৪ ব্যবধানে জিতে মেগা ফাইনালে সমতা ফেরান রাফা।

Scroll to load tweet…

লম্বা ম্য়াচের ফলে দুই তারক টেনিস প্লেয়ারের শরীরে ক্লান্তি স্পষ্ট দেখা যায়। ২ সেটে এগিয়ে গিয়েও যেভাবে খেলার রাশ ধরে রাখতে না পেরে সমতায় ফেরেন নাদাল, তাতে মানসিকভাবে কিছুটা পিছিয়ে পড়েন মেদভেদেভ। তবে শেষ সেটে হাল ছাড়েননা রুশ টেনিস তারকাও। শেষ সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয় রাফায়েল নাদাল ও দানিল মেদভেদেভের মধ্যে। শেষ পর্যন্ত ৭-৫ ব্যবধানে সেট ও ম্য়াচ জেতেন নাদাল। এই জয়ের ফলে রজার ফেডেরার ও নোভাক জোকোভিচের ২০টি গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড ছাপিয়ে যান। বিশ্বের প্রথন পুরুষ টেনিস তারকা হিসেবে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়লেন নাদাল। ইতিহাস গড়ার পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন রাফা।