সংক্ষিপ্ত
শুক্রবার সন্ধেবেলা হকি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। এবারের বিশ্বকাপে ভালো ফলের আশায় ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিং।
৪৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে হকি বিশ্বকাপে ফের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভারতীয় দলের অভিযান শুরু হচ্ছে শুক্রবার সন্ধেবেলা। ওড়িশার রাউরকেল্লার নবমির্মিত বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের সামনে স্পেন। বীরসা মুন্ডা স্টেডিয়ামের দর্শক সংখ্যা ২০ হাজার। ভারতের প্রথম ম্যাচে স্টেডিয়াম ভর্তি থাকবে বলেই আশা করছেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিং। তিনি এই বিপুল জনসমর্থন কাজে লাগাতে চাইছেন। তাঁর আশা, দর্শকদের সমর্থন তাঁদের ভালো পারফরম্যান্স দেখাতে উজ্জীবিত করবে। প্রথম ম্যাচের আগে ভারতের অধিনায়ক বলেছেন, 'ভারত খেলা হওয়ায় আমাদের সুবিধা হবে। কারণ, ঘরের মাঠের দর্শকরা আমাদের সমর্থন করবেন। বিশ্বকাপ অত্যন্ত গুরত্বপূর্ণ। প্রতি চার বছর অন্তর বিশ্বকাপ হয়। ভারতে আবার কবে বিশ্বকাপ খেলা হবে কেউ জানে না। এবার আমরা যে সুযোগ পাচ্ছি সেটা কাজে লাগিয়ে ম্যাচ জেতার চেষ্টা করতে হবে। দলের সবাই তৈরি। আমরা একে অপরকে সাহায্য করছি।'
৪১ বছর পর টোকিও অলিম্পিক্সে পুরুষদের হকিতে পদক পায় ভারত। এই সাফল্য হরমনপ্রীত, পি আর শ্রীজেশদের উৎসাহিত করে তুলেছে। এখন বিশ্বের অন্যতম সেরা ড্র্যাগ-ফ্লিকার হরমনপ্রীত। তিনি নিজে যেমন ভালো পারফরম্যান্স দেখানোর ব্যাপারে আশাবাদী, তেমনই দলের সাফল্যেরও আশায় আছেন। ১৯৭৫ সালে হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপর থেকে সাফল্য অধরা। ২০১৮ সালের হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে যায় ভারত। সেবারও ভুবনেশ্বরে হয়েছিল হকি বিশ্বকাপ। এবার ভুবনেশ্বরের পাশাপাশি রাউরকেল্লাতেও হচ্ছে হকি বিশ্বকাপের ম্যাচ। হকি বিশ্বকাপ ঘিরে দর্শকদের মধ্যে বিপুল উন্মাদনা দেখা যাচ্ছে। বীরসা মুন্ডা স্টেডিয়ামে ২০টি ম্যাচ হবে। সব ম্যাচেরই টিকিট মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে গিয়েছে। প্রথম দিনই মাঠে নামছে ভারত। ফলে দর্শকদের উৎসাহ বেড়ে গিয়েছে। শব্দব্রহ্ম বিপক্ষ দলের খেলোয়াড়দের কিছুটা হলেও চাপে ফেলে দেবে বলে আশাবাদী ভারতের অধিনায়ক।
অতীতে বারবার দেখা গিয়েছে ভালো খেলেও শেষমুহূর্তে গোল খেয়ে ভারতীয় দল হেরে গিয়েছে বা ড্র করেছে। এবারের বিশ্বকাপে যাতে সেটা না হয় সে ব্যাপারে সতর্ক হরমনপ্রীত। তিনি জানিয়েছেন, ‘আমাদের মনঃসংযোগ বজায় রাখতে হবে। দর্শকদের চিৎকারে খেলোয়াড়দের মনঃসংযোগ নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু সবারই দায়িত্ব রয়েছে। আমাদের ম্যাচ শেষ হওয়ার বাঁশি না বাজা পর্যন্ত সতর্ক থাকতে হবে।’
আরও পড়ুন-
হকি বিশ্বকাপে প্রথম ম্যাচে সামনে স্পেন, ভালো পারফরম্যান্সের লক্ষ্যে শ্রীজেশরা
কার রেসিংয়ের সময় ভয়ঙ্কর দুর্ঘটনা, গাড়ি উল্টে মৃত প্রখ্যাত রেসার, দেখুন রুদ্ধশ্বাস ভিডিও
আগামী মাসের দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের পরেই অবসর, ঘোষণা সানিয়া মির্জার