সংক্ষিপ্ত
পশ্চিমবঙ্গে দাবার ঐতিহ্য আছে। দীর্ঘদিন ধরে দাবার চর্চা চলছে বাংলায়। তবে কৈখালির অনীশ সরকার যে বয়সে দাবায় সাফল্য পেল, এই ঘটনা এর আগে দেখা যায়নি।
মামার কাছ থেকে দাবা বোর্ড উপহার পেয়েছিল। ৬৪ খোপের সাদা-কালো বোর্ডের প্রতি এই খুদের আকর্ষণ জন্মাবে, এই আশা থাকলেও, প্রতিযোগিতামূলক দাবায় যে এরকম চমকপ্রদ সাফল্য আসবে, সেটা পরিবারের কেউই ভাবতে পারেননি। সবাইকে হতবাক করে দিয়ে বিশ্বের কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে ফিডে রেটিং পেয়ে গেল কৈখালির অনীশ সরকার। ২০২১ সালের ২৬ জানুয়ারি জন্ম অনীশের। এখন তার বয়স ৩ বছর ৮ মাস। বয়সে অনেক বড় দাবাড়ুদের টেক্কা দিয়ে অসাধারণ সাফল্য পেল এই খুদে। অক্টোবরে পশ্চিমবঙ্গ রাজ্য অনূর্ধ্ব-৯ ওপেন দাবা প্রতিযোগিতায় প্রথমবার যোগ দেয় অনীশ। সেই প্রতিযোগিতায় সে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে মোট ৮ পয়েন্টের মধ্যে ৫.৫ পয়েন্ট পায়। রেটিং পাওয়া দুই দাবাড়ু আরভ চট্টোপাধ্যায় ও আহিলান বৈশ্যকে হারিয়ে দেয় অনীশ। সে এই প্রতিযোগিতায় ২৪ নম্বরে থাকে। সেই শুরু, তারপর থেকেই একের পর এক সাফল্য পাচ্ছে অনীশ।
খুদে দাবাড়ুর কীর্তি
অনূর্ধ্ব-৯ প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স দেখানোর পর বেঙ্গল র্যাপিড রেটিং ওপেনে ভারতের এক নম্বর এবং বিশ্বের চার নম্বর গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসির বিরুদ্ধে খেলার সুযোগ পায় অনীশ। এর এক সপ্তাহ পরেই পশ্চিমবঙ্গ রাজ্য অনূর্ধ্ব-১৩ ওপেনে ফের বয়সে অনেক বড় এবং অভিজ্ঞ দাবাড়ুদের বিরুদ্ধে দক্ষতা দেখানোর সুযোগ পায় অনীশ। সে এই প্রতিযোগিতার মাধ্যমেই রেটিং পাওয়া পাঁচ জন দাবাড়ুর বিরুদ্ধে খেলার শর্ত পূরণ করে প্রাথমিকভাবে ১৫৫৫ ফিডে রেটিং পেয়েছে। এই বয়সে অন্য কোনও দাবাড়ু ফিডে রেটিং পায়নি। এর আগে এই রেকর্ড ছিল ভারতেরই তেজস তিওয়ারির দখলে। সে পাঁচ বছর বয়সে ফিডে রেটিং পেয়েছিল। তার রেকর্ড ভেঙে দিল অনীশ।
অনীশের প্রশংসায় দিব্যেন্দু বড়ুয়া
অনীশের প্রশংসা করে বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া বলেছেন, ‘ওকে দেখে মিত্রাভ গুহর কথা মনে পড়ে যাচ্ছে। অনীশের মধ্যে নিশ্চয়ই সম্ভাবনা আছে। তবে ওকে এখনও অনেকদূর যেতে হবে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
দাবা বিশ্বকাপ ফাইনালে ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে লড়াই করেও হার প্রজ্ঞানানন্দর
Vaishali Rameshbabu: দাবায় অনন্য নজির, প্রথম ভাই-বোন গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানানন্দ-বৈশালী
R Praggnanandhaa: বিশ্বনাথন আনন্দকে টপকে দেশের সেরা দাবাড়ু প্রজ্ঞানানন্দ