সংক্ষিপ্ত
গ্রুপের প্রথম ম্যাচেই উজবেকিস্তানের বিরুদ্ধে দূরন্ত জয় ভারতের। ১৬-০ গোলে জয় ছিনিয়ে নিল হরমনপ্রীত সিংহেরা।
এশিয়ান গেমসে একের পর এক সাফল্য। রবিবার থেকে শুরু হল ভারতীয় পুরুষ দঃলের হকি অভিযান। গ্রুপের প্রথম ম্যাচেই উজবেকিস্তানের বিরুদ্ধে দূরন্ত জয় ভারতের। ১৬-০ গোলে জয় ছিনিয়ে নিল হরমনপ্রীত সিংহেরা।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখাচ্ছিল ভারতীয় দল। প্রতিপক্ষকে মাপতে লেগেছিল মাত্র ৭ মিনিট। ৭ মিনিট ২৪ সেকেন্ড থেকে শুরু হল ভারতের গোল পর্ব। প্রথম গোল ভারতকে এগিয়ে দেয় ললিত কুমার উপাধ্যায়। ১২ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন বরুণ কুমার। ১৭ মিনিটে আবার গোল ভারতের। হকি স্টিকে ম্যাজিক করলেন অভিষেক। তারপর ১৮, ২৭, ২৮ মিনিটে পর পর গোল। প্রথমার্ধেই ৭-০-এর ব্যবধানে এগিয়ে যায় ভারত। স্বাভাবিকভাবেই প্রথমার্ধের পর এদিন ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের গতি প্রকৃতি ধরতে বিশেষ অসুবিধা হয়নি ভারতের। ৩৮ মিনিটের মাথায় আসে অষ্টম গোল। আবারও মাঠে বরুণ জাদু। কয়েক সেকেন্ডের মধ্যেই ফের গোল। সুখজিৎ সিংহ করেন ভারতের হয় নবম গোলটি। দশম গোল করেন অমিত রুইদাস। তবে ছন্দপতন হয় ৪০ মিনিটে লাল কার্ড দেখানো হয় গুরজিৎ সিংহকে। যদিও ৪২ মিনিটের মাথায় ফের সফল আক্রমণ ভারতের। ৪২ মিনিটে ১১-০ করেন অভিষেক। ৪৪ মিনিটে ১২ তম গোল করেন সমশের সিং। ৫১ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে আসে ১৩ তম গোল। এই গোলের সঙ্গেই প্রথম ম্যাচে হ্যাট্রিক করেন বরুণ। এরপর পরবর্তী দু'মিনিটে ভারতের দুটি গোল। ৫৭ মিনিটের মাথায় ফের গোল। ১৬ তম গোল করে জয়লাভ ভারতের। এই ম্যাচে বরুণ-সহ হ্যাট্রিক করেছে আরও দু'জন।