Asian Games 2023 : 'তিরঙ্গা সবার উপরে উড়ছে দেখা খুব আনন্দের, গর্বের', জেনার জন্য খুশী নীরজ

এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথমবার জ্যাভলিন থ্রো ইভন্টে সোনা এবং রুপো এল ভারতের ঘরে। নীরজ চোপড়া এবং কিশোরকুমার জেনা শুধু পদকই জেতেননি, জিতলেন মনও।

Share this Video

এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথমবার জ্যাভলিন থ্রো ইভন্টে সোনা এবং রুপো এল ভারতের ঘরে। নীরজ চোপড়া এবং কিশোরকুমার জেনা শুধু পদকই জেতেননি, জিতলেন মনও। নীরজ জানালেন, ভারতের পতাকা বারবার সবার উপরে উড়ছে, সেটা দেখা অত্যন্ত গর্বের। বাকি অ্যাথলিটদের পারফর্ম্যান্সেও খুব খুশি তিনি। একই সঙ্গে নিজের সেরা পারফর্ম্যান্স করে রুপো জেতা কিশোর প্যারিস অলিম্পিকের টিকিট পেয়েছেন। তিনিও খুশি। দেখুন কী বলছেন দুই তারকা।

Related Video