সংক্ষিপ্ত

টোকিও অলিম্পিক্সে পুরুষদের হকিতে পদক পেয়েছিল ভারত। এবার প্যারিস অলিম্পিক্সের আগে এশিয়ান গেমসে পদকের আশা বেড়েছে। অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন হরমনপ্রীত সিংরা।

পুরুষদের হকিতে পাকিস্তানকে ১০-২ উড়িয়ে দেওয়ার পর এবার বাংলাদেশকে ১২-০ উড়িয়ে দিল ভারতীয় দল। এই জয়ের ফলে চলতি এশিয়ান গেমসের সেমি-ফাইনালে পৌঁছে গেল ভারত। আর একটি ম্যাচ জিতলেই পদক নিশ্চিত হয়ে যাবে। তবে ভারত সোনাই জিততে চাইছে। সোমবার বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন অধিনায়ক হরমনপ্রীত সিং ও মনদীপ সিং। জোড়া গোল করেন অভিষেক। বাকি গোলগুলি করেন ললিত কুমার উপাধ্যায়, অমিত রোহিদাস, নীলকান্ত শর্মা ও সুমিত। ভারতীয় দল চলতি এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৫৮ গোল করেছে। এশিয়ার একাধিক শক্তিশালী দলের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে ভারত। ফলে সেমি-ফাইনালেও ভারতই জয় পাবে বলে আশা করছেন ক্রীড়াপ্রেমীরা।

ভারতের অধিনায়ক হরমনপ্রীত পাকিস্তানের বিরুদ্ধে একাই ৪ গোল করেছিলেন। সোমবার বাংলাদেশের বিরুদ্ধেও তিনি অসাধারণ পারফরম্যান্স দেখালেন। মনদীপও চলতি এশিয়ান গেমসে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন। তার ফলেই বেশিরভাগ ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত। হকিতে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনও তুলনা হয় না। বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। কিন্তু তা সত্ত্বেও কোনও আন্তর্জাতিক ম্যাচে ১২ গোলে জয় সবসময়ই কৃতিত্বের। বাংলাদেশের বিরিুদ্ধে পূর্ণ আধিপত্য নিয়ে খেললেন অভিষেক, ললিতরা। বাংলাদেশের খেলোয়াড়রা ঘুরে দাঁড়ানোর কোনও সুযোগই পাননি। এই জয়ের মাধ্যমে অন্য দলগুলিকেও বার্তা দিয়ে রাখল ভারতীয় দল। এবারের এশিয়ান কাপে ভারতকে থামানো কোনও দলের পক্ষেই সহজ হবে না।

পুল এ-র শীর্ষে থেকেই সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। এবারের এশিয়ান গেমসে ভারতীয় দল পেনাল্টি কর্নার ভালোভাবে কাজে লাগাচ্ছে। এটা দলের জন্য খুব ভালো বিষয়। পেনাল্টি কর্নার বরাবরই ভারতের সমস্যা ছিল। কিন্তু সম্প্রতি সেই সমস্যা অনেকটা দূর হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে শুরুতেই পেনাল্টি কর্নার থেকে জোড়া গোল করেন হরমনপ্রীত। দ্বিতীয় কোয়ার্টারে অসাধারণ পারফরম্যান্স দেখান মনদীপ। অমিত, ললিতও বাংলাদেশের রক্ষণকে চাপে ফেলে দেন। ফলে প্রথমার্ধের শেষে ৬-০ এগিয়েছিল ভারত। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টার মিলিয়ে আরও ৬টি গোল হয়। তৃতীয় কোয়ার্টারে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন হরমনপ্রীত। তৃতীয় গোলটিও আসে পেনাল্টি কর্নার থেকে। অভিষেক, নীলকান্ত, সুমিতও গোল পান। ফলে ভারতের জয়ের ব্যবধান বাড়ে। 

এবার সেমি-ফাইনালেও একইভাবে খেলতে চায় ভারতীয় দল। ছন্দ ধরে রাখাই হরমনপ্রীতদের লক্ষ্য। এশিয়ান গেমসে সোনা জিতে অলিম্পিক্সের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই ভারতীয় দলের লক্ষ্য।

আরও পড়ুন-

Asian Games 2023: মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজে রুপো, ব্রোঞ্জ ভারতের

Asian Games 2023: 'আরও পরিশ্রম করে ভবিষ্যতে পদকের রং বদলানোই লক্ষ্য,' জানালেন ঐহিকা-সুতীর্থা

Asian Games 2023: মাত্র ঊনিশেই জোড়া মেডেল! কেমন সেই অভিজ্ঞতা, জানালেন রমিতা