Men's FIH Hockey Junior World Cup 2025: গত দু'বার অলিম্পিক্সে (Olympics) পদক জিতেছে ভারতের পুরুষ হকি দল। এবার পুরুষদের জুনিয়র বিশ্বকাপেও দুর্দান্ত লড়াই করে ব্রোঞ্জ জিতল ভারতীয় দল। ফলে ভারতীয় হকির ভবিষ্যৎ প্রজন্ম তৈরি।

DID YOU
KNOW
?
হকিতে সাফল্য ভারতের
সম্প্রতি পুরুষদের হকিতে সাফল্য পাচ্ছে ভারত। প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতার পর এবার জুনিয়র হকি বিশ্বকাপেও ব্রোঞ্জ জিতল ভারতীয় দল।

India vs Argentina Hockey: আর্জেন্টিনার বিরুদ্ধে ০-২ পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপে (Men's FIH Hockey Junior World Cup 2025) ব্রোঞ্জ জিতল ভারতীয় দল। বুধবার চেন্নাইয়ে (Chennai) তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে লিওনেল মেসির (Lionel Messi) দেশের হকি দলের বিরুদ্ধে ৪-২ জয় পেল ভারতীয় দল। ম্যাচের শুরুতে আর্জেন্টিনাকে এগিয়ে দেন নিকোলাস রডরিগেজ (Nicolas Rodriguez) স্যান্তিয়াগো ফার্নান্ডেজ (Santiago Fernandez)। ০-২ পিছিয়ে পড়ে ভারতের তরুণ খেলোয়াড়রা হতোদ্যম না হয়ে পড়ে পাল্টা লড়াই শুরু করেন। এই লড়াইয়ের ফলেই জয় এল। ভারতীয় দলের হয়ে গোল করলেন অঙ্কিত পাল (Ankit Pal), মনপ্রীত সিং (Manmeet Singh), শ্রদ্ধানন্দ তিওয়ারি (Sharda Nand Tiwari) ও আনমোল এক্কা (Anmol Ekka)।

চারের গেরো কাটাল ভারত

২০১৬ সালে লখনউয়ে (Lucknow) জুনিয়র হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। তারপর থেকে এই টুর্নামেন্টে চতুর্থ স্থান পাচ্ছিল ভারত। এবার সেই গেরো কাটল। প্রথমবার জুনিয়র হকি বিশ্বকাপে তৃতীয় স্থান পেল ভারত।

কোচ হিসেবে সাফল্য শ্রীজেশের

ভারতের সিনিয়র দলের প্রাক্তন গোলকিপার পি আর শ্রীজেশ (PR Sreejesh) অলিম্পিক্সে (Olympics) ব্রোঞ্জ জিতেছেন। অবসর নেওয়ার পর তিনি কোচিং শুরু করেছেন। জুনিয়র জাতীয় দলের কোচ হিসেবেও এবার সাফল্য পেলেন এই প্রাক্তন গোলকিপার। সেমি-ফাইনালে জার্মানির (Germany) বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি ভারতীয় দল। এরপর তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচে দল যাতে একই ভুল না করে, তা নিশ্চিত করার চেষ্টা করছিলেন শ্রীজেশ। কিন্তু আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচের শুরুতে একই ভুল করে বসেন ভারতের তরুণ খেলোয়াড়রা। তিন মিনিটের মধ্যে পেনাল্টি স্ট্রোক পায় আর্জেন্টিনা। এরপর ভারতীয় দল প্রত্যাবর্তনের চেষ্টা করলেও, দ্বিতীয় গোল করে ফেলে আর্জেন্টিনা। সেই সময় অনেকে ধরেই নিয়েছিলেন, ভারতীয় দল চতুর্থ স্থান পেতে চলেছে। কিন্তু পরপর চার গোল করে তৃতীয় স্থান নিশ্চিত করল ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।