সংক্ষিপ্ত
টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের পর এবার প্যারিস অলিম্পিক্সেও জ্যাভলিন থ্রোয়ে সোনা জয়ের লক্ষ্যে ভারতের তারকা অ্যাথলিট নীরজ চোপড়া। তিনি ফের সোনা জিতবেন বলে আশায় সারা দেশ।
প্যারিস অলিম্পিক্সে নীরজ চোপড়া সোনা জিতলেই সবাইকে বিনামূল্যে যে কোনও দেশের ভিসা দেওয়া হবে। এই ঘোষণা করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত সংস্থা অ্যাটলিসের প্রতিষ্ঠাতা ও সিইও মোহক নাহতা। তিনি লিঙ্কডইন পোস্টের মাধ্যমে এই ঘোষণা করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই পোস্ট। অনেকেই ভারতীয় বংশোদ্ভূত এই শিল্পপতির প্রশংসা করছেন। কোনও দেশের ভিসার জন্য আবেদন করুন বা না করুন, সব ভারতীয়ই চাইছেন, এবারের অলিম্পিক্সেও সোনা জিতুন নীরজ। এখনও অবশ্য এই অ্যাথলিটের ইভেন্ট শুরু হয়নি। মঙ্গলবার লড়াইয়ে নামবেন নীরজ। তিনি টানা দ্বিতীয়বার অলিম্পিক্সে সোনা জিতে নতুন নজির গড়তে মরিয়া।
একদিনের জন্য বিনামূল্যে ভিসা
লিঙ্কডইন পোস্টে মোহক লিখেছেন, ‘নীরজ চোপড়া যদি অলিম্পিক্সে সোনা জেতেন, তাহলে আমি নিজে সবার জন্য বিনামূল্যে ভিসার ব্যবস্থা করে দেব।’ মোহকের সংস্থা সূত্রে জানা গিয়েছে, শুধু ভারতীয়দের জন্যই নয়, সারা বিশ্বের যাঁরাই অ্যাটলিস সংস্থার মাধ্যমে কোনও দেশের ভিসার জন্য আবেদন করবেন, তাঁদের একদিন বিনামূল্যে ভিসার ব্যবস্থা করে দেওয়া হবে। সেই দিনের জন্য ভিসার কোনও খরচ নেবে না মোহকের সংস্থা।
নীরজের সোনা জয়ের অপেক্ষা
৮ অগাস্ট প্যাারিস অলিম্পিক্সে জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনাল। সেদিন যদি নীরজ সোনা জিততে পারেন, তাহলে সারাদিন ভিসার জন্য কোনও খরচ নেওয়া হবে না বলে লিঙ্কডইনে অন্য এক পোস্টে জানিয়েছেন মোহক। সব দেশের ভিসার খরচ আলাদা। কিন্তু একদিনের জন্য সেই খরচ বহন করবে অ্যাটলিস সংস্থা। মোহকের এই পোস্ট দেখে অনেকেই বিনামূল্যে ভিসা করানোর জন্য আবেদন জানাচ্ছেন। তবে অনেকে আবার বলছেন, এই ঘোষণার মাধ্যমে নিজের সংস্থার প্রচার সেরে নিচ্ছেন মোহক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে হার, অলিম্পিক্সে পদক জয়ের আশা শেষ নিশান্ত দেবের
কোয়ার্টার ফাইনালে হার, এবারের অলিম্পিক্স থেকেও খালি হাতে বিদায় দীপিকার
প্যারিস অলিম্পিক্সে নতুন ইতিহাসের অপেক্ষা, পদক থেকে এক ধাপ দূরে লক্ষ্য সেন