সংক্ষিপ্ত
সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা। এই সাফল্য ধরে রাখা এবং তরুণ প্রজন্মকে উৎসাহ দেওয়ার জন্য জাতীয় গেমসের মঞ্চ কাজে লাগানো হচ্ছে।
গোয়ার ফতোরদায় পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে জাতীয় গেমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, ভারতীয় অলিম্পিক সংস্থার প্রধান পিটি ঊষা, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাবন্ত, গোয়ার ক্রীড়ামন্ত্রী গোবিন্দ গৌড়ে। প্রধানমন্ত্রীর হাতে জাতীয় গেমসের মশাল তুলে দেন পুরুষদের হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং ও গোয়ার উইন্ডসার্ফার কাত্যা ইদা কোয়েলহো। এরপর আনুষ্ঠানিকভাবে গেমসের সূচনা করেন প্রধানমন্ত্রী। তিনি হুডখোলা গাড়িতে চেপে মাঠ পরিদর্শন করেন। এই গাড়িতে ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রীও। ক্রীড়াবিদদের উৎসাহ দেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেছেন, এই গেমস সফল হবে।
দেশে প্রতিভার অভাব নেই, বার্তা প্রধানমন্ত্রীর
জাতীয় গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতীয় ক্রীড়া যখন নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে, তখন গোয়ায় হচ্ছে জাতীয় গেমস। ভারতে ক্রীড়াক্ষেত্রে প্রতিভার অভাব নেই। দেশ অনেক চ্যাম্পিয়ন তৈরি করেছে। ক্রীড়াবিদদের আর্থিকভাবে উৎসাহ দেওয়ার জন্য প্রকল্প চালু করা হয়েছে।’
জাতীয় গেমসে যোগ ১০ হাজার ক্রীড়াবিদের
এবারের জাতীয় গেমসের বিভিন্ন ইভেন্ট হচ্ছে গোয়ার পাঁচটি শহর মাপুসা, মারগাও, পাঞ্জিম, পন্ডা ও ভাস্কোয়। সাইক্লিং ইভেন্ট হচ্ছে দিল্লিতে। ৪২টি ক্রীড়ায় যোগ দিচ্ছেন ১০ হাজারেরও বেশি ক্রীড়াবিদ। এবারের জাতীয় গেমসেই সবচেয়ে বেশি ক্রীড়াবিদ যোগ দিচ্ছেন। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন হেমা সারদেশাই, সুখবিন্দর সিংয়ের মতো শিল্পীরা। প্রায় ৬০০ জন শিল্পী এই অনুষ্ঠানে ছিলেন। ৫,০০০ ছাত্র-ছাত্রীও এই অনুষ্ঠান দেখতে ফতোরদা স্টেডিয়ামে যান।
হাসপাতালে ৩ ক্রীড়াবিদ
জাতীয় গেমস উদ্বোধনের আগেই আহত হয়ে হাসপতালে ভর্তি হয়েছেন তিনজন ক্রীড়াবিদ। তাঁদের মধ্যে দু'জন রাগবি খেলোয়াড় এবং একজন ভারত্তোলক আছেন। ইভেন্ট চলাকালীন আহত হন মহারাষ্ট্র রাগবি দলের খেলোয়াড় ভরত চৌহান। তাঁকে পানাজিতে অবস্থিত গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অস্ত্রোপচারও করাতে হয়। গোয়া রাগবি দলের খেলোয়াড় সোহন শিরোদকরও ইভেন্ট চলাকালীন আহত হন। তাঁকেও গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেরালা দলের ভারত্তোলক বিশ্ব ভার্গহাসও চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ক্রীড়াবিদদের চিকিৎসার ভার নিয়েছে গোয়া সরকার। গোয়ার ক্রীড়ামন্ত্রী মেডিক্যাল কলেজে গিয়ে আহত ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করেন। তিনি জানিয়েছেন, ভালোভাবেই চিকিৎসা চলছে। মেডিক্যাল কলেজে ক্রীড়াবিদদের জন্য আলাদা একটি ওয়ার্ড তৈরি করা হয়েছে। চিকিৎসকদের একটি দল সবসময় তৈরি আছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। জয়েন করুন- https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D
আরও পড়ুন-
National Games 2023: জাতীয় গেমসের উদ্বোধনের আগেই দুর্ঘটনা, হাসপাতালে ৩ খেলোয়াড়