সংক্ষিপ্ত
প্যারিস অলিম্পিক্সের জন্য চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় অ্যাথলিটরা। কিন্তু এর মধ্যেও কুস্তি নিয়ে বিতর্ক অব্যাহত। অলিম্পিক্সে যোগ দিতে পারছেন না বজরং পুনিয়া।
ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সির পর এবার বজরং পুনিয়াকে সাসপেন্ড করল ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। চলতি বছরের শেষ পর্যন্ত বজরংকে সাসপেন্ড করা হয়েছে। ফলে এই কুস্তিগীরের পক্ষে এবারের প্যারিস অলিম্পিক্সে যোগ দেওয়া সম্ভব নয়। ডোপ টেস্ট দিতে অস্বীকার করায় ২৩ এপ্রিল বজরংকে সাসপেন্ড করে নাডা। ১৮ এপ্রিল অবস্থান জানাননি বজরং। এবার বিশ্ব কুস্তি সংস্থাও বজরংকে সাসপেন্ড করায় বিপাকে পড়ে গেলেন এই কুস্তিগীর। কিন্তু তারপরেও বিদেশে তাঁর প্রশিক্ষণের জন্য ৯ লক্ষ টাকা বরাদ্দ করেছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। সাসপেনশনের পরেও এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে।
অভিযোগ অস্বীকার বজরংয়ের
টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন বজরং। এবারের অলিম্পিক্সেও তিনি পদক জিতবেন বলে আশায় ছিল দেশ। কিন্তু সাসপেন্ড হয়ে যাওয়ায় অলিম্পিক্সে যোগ দিতেই পারছেন না এই কুস্তিগীর। তিনি অবশ্য ডোপ টেস্ট দিতে না চাওয়ার কথা অস্বীকার করেছেন। বজরংয়ের দাবি, তাঁর নমুনা নেওয়ার জন্য যে কিট আনা হয়েছিল, সেটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। এই কারণে তিনি সেই কিট নিয়ে ডোপ কন্ট্রোল অফিসারকে প্রশ্ন করেন। এরপরেই তাঁকে সাসপেন্ড করে নাডা। বিশ্ব কুস্তি সংস্থার সাসপেনশনের বিষয়ে এখনও তিনি কিছু জানেন না বলে দাবি করেছেন বজরং। যদিও বিশ্ব কুস্তি সংস্থার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বজরং এখন সাসপেন্ড।
বজরংয়ের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ
বিশ্ব কুস্তি সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাসপেন্ড আছেন বজরং পুনিয়া। ডোপিং-বিরোধী কার্যকলাপ সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের ভারতের ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি তাঁকে সাসপেন্ড করে। এবার বিশ্ব কুস্তি সংস্থাও তাঁকে সাসপেন্ড করল।’ এই সাসপেনশনের বিরুদ্ধে বজরং আবেদন জানাতে পারবেন কি না স্পষ্ট নয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Wrestling: ভারতীয় কুস্তি সংস্থা নির্বাসনমুক্ত হওয়ায় অখুশি! ফের আন্দোলনের পথে সাক্ষী-বজরং
Bajrang Punia: প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ফুটপাতে পদ্মশ্রী রেখে এলেন বজরং পুনিয়া