সংক্ষিপ্ত

টোকিও অলিম্পিক্সে পদক জিতেছিল ভারতের পুরুষ হকি দল। টোকিওতে ব্রোঞ্জ জিতে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন হরমনপ্রীত সিংরা। তাঁরা প্যারিস অলিম্পিক্সে সোনা জিততে চান।

টোকিও অলিম্পিক্সে পদকের খরা কাটিয়েছে ভারতের পুরুষ হকি দল। এবার প্যারিস অলিম্পিক্সে পদকের রং বদলানোই হরমনপ্রীত সিংদের লক্ষ্য। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল ভারতের পুরুষ হকি দল। এবার প্যারিসে সোনা জেতাই লক্ষ্য। ১৯৮০ সালের পর গত অলিম্পিক্সে পদক জিতে ৪ দশকের খরা কাটায় ভারতের পুরুষ হকি দল। অলিম্পিক্সে ৮ বার সোনা জিতেছে ভারতের পুরুষ হকি দল। তবে গত কয়েক দশকে অলিম্পিক্সে সোনা জেতার ধারেকাছে পৌঁছতে পারেননি ভারতের হকি খেলোয়াড়রা। এবার নবম সোনা জেতাই ভারতের পুরুষ হকি খেলোয়াড়দের লক্ষ্য। এই লক্ষ্য নিয়েই তাঁরা প্যারিসে যাচ্ছেন।

সোনা জেতার জন্য সর্বস্ব দিতে চান হরমনপ্রীত

অলিম্পিক্সে হকিতে সফলতম দল ভারত। এবারের অলিম্পিক্সে ভারতীয় হকির পুরনো গৌরব ফিরিয়ে আনাই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন হরমনপ্রীত। তিনি এক অনুষ্ঠানে বলেছেন, 'আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে উন্নীত করার লক্ষ্যে আমরা সবরকমভাবে চেষ্টা করছি। সোনা জিততে পারলে আমাদের দেশ ও সিনিয়র খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা জানানো যাবে।' টোকিও অলিম্পিক্সে ভারতের পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং বলেছেন, ‘ডানদিকে আমাদের জাতীয় পতাকা দেখে আমার মনে হয়েছিল, আমরা পরেরবার জাতীয় পতাকা মাঝখানে রাখার চেষ্টা করতে পারি। আমাদের জাতীয় সঙ্গীতও যাতে বাজানো হয়, তার জন্যও চেষ্টা করতে পারি। সেটা করতে পারলে আমরা নতুন করে যাত্রা শুরু করতে পারব।’

শ্রীজেশও সোনা জয়ের লক্ষ্যে

ভারতের অভিজ্ঞ গোলকিপার পি আর শ্রীজেশ বলেছেন, ‘একটা সময় ছিল যখন ব্যক্তিগত দক্ষতার উপর নির্ভরশীল ছিল ভারতীয় হকি। কিন্তু এখন আমরা দল হিসেবে খেলি। আন্তর্জাতিক স্তরে সাফল্যের ক্ষেত্রে এই বদলটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি যখনই অনুশীলন করছি, তখনই আমার মনে হচ্ছে, দেশের ১৪০ কোটি মানুষকে হতাশ করা যাবে না।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Hockey: ধর্ষণের অভিযোগ, জাতীয় দলের হকি খেলোয়াড় বরুণ কুমারের বিরুদ্ধে তদন্তে বেঙ্গালুরু পুলিশ

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে অসাধারণ জয়, মহিলাদের জুনিয়র এশিয়ান কাপ হকি চ্যাম্পিয়ন ভারত

কাশ্মীরেও জায়গা করে নিচ্ছে হকি, কতটা সুযোগ সুবিধা পাচ্ছে ছেলেমেয়েরা?