বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। বাংলাদেশের অধিনায়ক শাকিব-আল হাসান টসে জিতে প্রথমে ফিল্ডি করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্যাচে বাংলাদেশ দলে একটি বদল হয়েছে। দলে নেই সৌম্য সরকার। তাঁর বদলে খেলছেন শরিফুল ইসলাম। ভারতীয় দলেও একটি বদল হয়েছে। দীপক হুডার বদলে খেলছেন অক্ষর প্যাটেল। কোমরের চোটের জন্য দীনেশ কার্তিকের খেলা নিয়ে সংশয় থাকলেও, তিনিই এই ম্যাচে খেলছেন। ঋষভ পন্থের দলে জায়গা হয়নি।