সংক্ষিপ্ত

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে ব্যাডমিন্টন বিভাগে আরও একটি সাফল্য ভারতের। জয় পেলেন ভারতীয় ব্যাডমিন্টন (Badminton) তারকা লক্ষ্য সেন (Lakshya Sen)

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে ব্যাডমিন্টন বিভাগে আরও একটি সাফল্য ভারতের। জয় পেলেন ভারতীয় ব্যাডমিন্টন (Badminton) তারকা লক্ষ্য সেন (Lakshya Sen)

বলা যেতেই পারে, তাঁর র‌্যাকেটে যেন পদক জয়ের স্বপ্ন দেখছে ভারত (India)। মেগা ইভেন্টের প্রথম ম্যাচেই বাজিমাৎ করলেন তিনি। পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ২১-৮ এবং ২২-২০ ব্যবধানে হারালেন গুয়াতেমালার প্রতিপক্ষ কেভিন কর্ডনকে।

টানটান ৪২ মিনিটের লড়াই। শেষপর্যন্ত, প্রথম ম্যাচ জিতলেন প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টন বিভাগে ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার লক্ষ্য সেন। তাঁর সামনে প্রথম গেমে জোরালো কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি কর্ডন।

লক্ষ্যর সার্ভিস ফেরাতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় গুয়াতেমালার ব্যাডমিন্টন খেলোয়াড়কে। প্রথম গেমে একটা সময় ১১-২ ব্যবধানে এগিয়েও যান লক্ষ্য সেন। যদিও তারপর কিছুটা লড়াই করার চেষ্টা করেন কর্ডনও।

আরও পড়ুনঃ 

Olympics 2024: স্বপ্ন দেখাচ্ছেন সাত্ত্বিক-চিরাগ জুটি, ব্যাডমিন্টনে বড় সাফল্য ভারতের

কিন্তু তাতেও কিছু লাভ হয়নি। মাত্র ১৪ মিনিটেই, ২১-৮ ব্যবধানে প্রথম গেম জিতে নেন লক্ষ্য। এই ৩৭ বছরের কর্ডন আবার বিশ্ব ক্রমতালিকায় ৪১ নম্বরে রয়েছেন। অন্যদিকে, ২২ বছরের লক্ষ্য সেন বিশ্ব ক্রমতালিকায় রয়েছেন ১৪ নম্বরে। স্বভাবতই, প্যারিস অলিম্পিক্সের মঞ্চে মানসিকভাবে অনেকটাই এগিয়ে খেলতে নামেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়।

প্রথম গেম হারার পরেও লড়াই চালিয়ে যান গুয়াতেমালার প্রতিযোগী। একটা সময় তিনি ১৫-৮ ব্যবধানে এগিয়েও যান। কিন্তু তারপর ফের আবার খেলায় ফেরেন লক্ষ্য সেন। শেষপর্যন্ত, ২৮ মিনিট লড়াইয়ের পর ২২-২০ পয়েন্টে দ্বিতীয় গেম জিতে নেন লক্ষ্য। ফলে, টানা ৬ পয়েন্ট ছিনিয়ে নিয়ে ২-০ গেমে ম্যাচ জয় করলেন তিনি।

নিঃসন্দেহে ভালো খবর দেশবাসীর জন্য। ব্যাডমিন্টনে ফের সাফল্য ভারতের। জিতলেন লক্ষ্য সেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।