সংক্ষিপ্ত
টোকিও অলিম্পিক্সে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে মহিলাদের ভারত্তোলনে রুপো জিতেছিলেন। প্যারিস অলিম্পিক্সেও দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন মণিপুরের ভারত্তোলক সাইখম মীরাবাই চানু।
অলিম্পিক্সে টানা দ্বিতীয়বার পদক জয়ের স্বপ্নপূরণ করতে পারলেন না সাইখম মীরাবাই চানু। ভারতীয় সময় অনুযায়ী বুধবার রাতে প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ভারত্তোলনের ৪৯ কেজি বিভাগে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েও চতুর্থ হলেন মীরাবাই চানু। তিনি অল্পের জন্য পদক হারালেন। স্ন্যাচে ৮৫ কেজি ওজন তুলে শুরুটা ভালো করেন মণিপুরের এই ভারত্তোলক। এরপর স্ন্যাচে দ্বিতীয় চেষ্টায় তিনি ৮৮ কেজি ওজন তোলেন। এরপর ক্লিন অ্যান্ড জার্কে প্রথম চেষ্টায় ১১১ কেজি ওজন তুলতে ব্যর্থ হন মীরাবাই চানু। দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ১১১ কেজি ওজন তুলতে সক্ষম হন। পদক জয়ের জন্য মরিয়া হয়ে তৃতীয় চেষ্টায় ১১৪ কেজি ওজন তুলতে যান এই ভারত্তোলক। কিন্তু এবার তিনি ব্যর্থ হন। মোট ১৯৯ কেজি ওজন তুলে তিনি চতুর্থ হলেন। ২০৬ কেজি ওজন তুলে সোনা জিতলেন চিনের হাউ ঝিহুই। ২০৫ কেজি ওজন তুলে রুপো জিতলেন রোমানিয়ার মিহায়েলা ক্যাম্বেই। মীরাবাই চানুর চেয়ে মাত্র এক কেজি বেশি ওজন তুলে ব্রোঞ্জ জিতলেন থাইল্যান্ডের সুরদচন খাম্বাও।
ক্লিন অ্যান্ড জার্কে পিছিয়ে পড়লেন মীরাবাই চানু
স্ন্যাচ পর্যন্ত তৃতীয় স্থানে ছিলেন মীরাবাই চানু। সেই সময় সারা দেশ আশায় ছিল, পদক পাবেন এই কুস্তিগীর। কিন্তু ক্লিন অ্যান্ড জার্ক শুরু হতেই পিছিয়ে পড়েন মীরাবাই চানু। তিনি যদি ১১৪ কেজি ওজন তুলে ফেলতে পারতেন, তাহলে পদক নিশ্চিত ছিল। এমনকী, ১১৩ কেজি ওজন তোলার চেষ্টা করে সাফল্য পেলেও ব্রোঞ্জ জিততে পারতেন এই ভারত্তোলক। কিন্তু তিনি সাফল্য পেলেন না।
প্যারিস অলিম্পিক্সে চারের যোগ ভারতের
প্যারিস অলিম্পিক্সে ভারতের একাধিক ক্রীড়াবিদ চতুর্থ স্থান পেয়েছেন। ফলে তাঁরা অল্পের জন্য পদক জিততে পারলেন না। মীরাবাই চানুও অল্পের জন্য পদক হারালেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
রুপো পাবেন ভিনেশ ফোগট? কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের সিদ্ধান্তের দিকে তাকিয়ে ভারত
পদক হারানো ভিনেশ ফোগটকে সম্মান জানানোর জন্য অভিনব প্রস্তাব অভিষেকের, মানবে সরকার?