সংক্ষিপ্ত

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে, ব্যাডমিন্টনে আবারও দুর্দান্ত সাফল্য এল ভারতের (India)। পুরুষদের সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করলেন লক্ষ্য সেন (Lakshya Sen)।

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে, ব্যাডমিন্টনে আবারও দুর্দান্ত সাফল্য এল ভারতের (India)। ইতিমধ্যেই ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু (PV Sindhu) পৌঁছে গেছেন প্রি-কোয়ার্টার ফাইনালে। আর এবার পুরুষদের সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করলেন লক্ষ্য সেন (Lakshya Sen)।

বুধবার, ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে হারিয়ে জয় ছিনিয়ে আনলেন তিনি। আর সেইসঙ্গে পৌঁছে গেলেন অলিম্পিক্সের প্রি-কোয়ার্টার ফাইনালে। একেবারে স্ট্রেট গেমেই জিতলেন লক্ষ্য। আগামীকাল, অর্থাৎ বৃহস্পতিবার প্রি-কোয়ার্টার ফাইনালে জয়ের ‘লক্ষ্যে’ নামবেন লক্ষ্য সেন।

জোনাথনের বিরুদ্ধে প্রথম গেমটি তিনি জিতে নেন ২৮ মিনিটেই। কার্যত আধিপত্য দেখিয়েই জয় হাসিল করলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন। তবে প্রথম গেমে একসময় ১৭-১৮ পয়েন্টে পিছিয়ে পড়েন তিনি। কিন্তু হাল ছাড়েননি। সেখান থেকে পরপর চারটি পয়েন্ট জিতে নেন লক্ষ্য। বলা চলে, দুরন্ত ছন্দেই খেলায় ফেরত আসেন এবং ২১-১৮ পয়েন্টে প্রথম গেমে জয় হাসিল করেন।

দ্বিতীয় গেমেও সেই মোমেন্টাম ধরে রাখেন লক্ষ্য। যদিও বিশ্বের তৃতীয় বাছাই ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টির বিরুদ্ধে লড়াই কিন্তু মোটেও সহজ ছিল না। এমনকি, শুরুতে এগিয়েও যান ক্রিস্টি। কিন্তু লড়াই থেকে হারিয়ে যাননি লক্ষ্য। বারবারই তিনি ক্রিস্টিকে নেটে খেলতে বাধ্য করছিলেন। আর তাতেই পয়েন্ট হারান ইন্দোনেশিয়ার এই বিখ্যাত খেলোয়াড়।

আরও পড়ুনঃ 

Olympics 2024: দাপুটে জয় সিন্ধুর, সোজা পৌঁছে গেলেন ব্যাডমিন্টন প্রি-কোয়ার্টার ফাইনালে

তবে দ্বিতীয় গেমে কিন্তু অনেক বেশি আত্মবিশ্বাসী লাগে ভারতীয় তারকাকে। অপরদিকে জোনাথন ক্রিস্টি একের পর এক ভুল করে যাচ্ছিলেন। বারবার স্ম্যাশ করতে গিয়ে মিস করছিলেন। ফলে, তিনি অনেকটাই পিছিয়ে পড়েন। শেষপর্যন্ত, মাত্র ২৩ মিনিটে ২১-১২ পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় গেমেও জিতে যান লক্ষ্য সেন।

আর এই জয়ের পরে, আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে তাঁর। যেভাবে দাপট দেখিয়ে ম্যাচ জিতেছেন তিনি, তাতে চলতি অলিম্পিক্সের আসরে আরও একটি পদক জয়ের সম্ভাবনা যেন ক্রমশই উজ্জ্বল হচ্ছে।

সবথেকে বড় বিষয় হল যে, লক্ষ্য সেনকে যথেষ্ট আত্মবিশ্বাসী লাগছে। এই ম্যাচেও তার ব্যাতিক্রম হয়নি। ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে স্ট্রেট গেমে ২১-১৮ এবং ২১-১২ পয়েন্টে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা নিশ্চিত করলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।