Radhika Yadav Murder: হরিয়ানার (Haryana) গুরুগ্রামে (Gurugram) টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের খুনের ঘটনায় তাঁর বাবা দীপক যাদব (Deepak Yadav) গ্রেফতার হলেও, খুনের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।
Radhika Yadav Murder Case: আত্মীয়-পরিজনদের ব্যঙ্গ বা অন্য কোনও কারণ নয়, গোঁড়া মানসিকতার জন্যই টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে (Radhika Yadav) খুন করেছেন তাঁর বাবা দীপক যাদব (Deepak Yadav)। এমনই দাবি করলেন রাধিকার ঘনিষ্ঠ বন্ধু হিমাংশিকা সিং (Himanshika Singh)। ২০১২ সাল থেকে রাধিকাকে চেনেন হিমাংশিকা। তাঁর প্রিয় বন্ধু নিজের বাড়িতেই খুন হয়ে যাওয়ার পর মুখ খুলেছেন তিনি। এক ভিডিও বার্তায় রাধিকার বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন হিমাংশিকা। তাঁর দাবি, ‘ও যখন আমার সঙ্গে ভিডিও কলে কথা বলত, তখন কার সঙ্গে কথা বলত, সেটা বাবা-মাকে দেখাতে হত। ওর বাড়ি থেকে টেনিস অ্যাকাডেমির দূরত্ব মাত্র ১৫ মিনিটের। কিন্তু তা সত্ত্বেও ওকে বলে দেওয়া হয়েছিল, বাড়ির লোক যখন বলবেন ঠিক সেই সময় বাড়ি ফিরতে হবে। রাধিকার পরিবার অত্যন্ত গোঁড়া। ওর সবকিছুতেই পরিবারের আপত্তি ছিল। ওর খাটো পোশাক পরা, ছেলেদের সঙ্গে কথা বলা, নিজের মতো করে জীবন কাটানো পরিবারের কেউ মানতে পারতেন না। বাড়িতে রাধিকার দম বন্ধ হয়ে আসত।’
রাধিকার বাবার বিরুদ্ধে বিস্ফোরক হিমাংশিকা
সোশ্যাল মিডিয়া পোস্টে রাধিকার বাবা দীপকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন হিমাংশিকা। তাঁর দাবি, ‘রাধিকার জীবন দুর্বিষহ করে তুলেছিলেন তাঁর বাবা। ছোটবেলা থেকেই তিনি রাধিকার সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইতেন। তিনি সবসময় রাধিকার সমালোচনা করতেন।’
পরিবারের জন্যই এই পরিণতি রাধিকার?
প্রিয় বন্ধু সম্পর্কে হিমাংশিকা আরও বলেছেন, ‘রাধিকা অত্যন্ত ভালো মনের মেয়ে ছিল। ও মিষ্টি মেয়ে ছিল। ওর মনে কোনও খারাপ চিন্তা ছিল না। ও ছবি তুলতে ভালোবাসত, ভিডিও তুলতে চাইত। কিন্তু পরিবারের চাপে ওর সব শখ উধাও হয়ে যায়। বাড়িতে ওর উপর প্রচণ্ড চাপ তৈরি করা হত। সমাজে কে কী বলবে, সেসব নিয়ে চিন্তিত ছিলেন রাধিকার বাবা-মা। ওঁরা অত্যন্ত গোঁড়া। রাধিকা কারও সঙ্গে বেশি কথা বলতে পারত না। ওকে সবসময় আগলে রাখতেন বাবা-মা। বাড়িতে ওর উপর অনেক বিধি-নিষেধ ছিল। ওকে সবকিছুর জন্য জবাবদিহি করতে হত।’
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


