সংক্ষিপ্ত
হকি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য লড়াই চালাচ্ছে ভারতীয় দল। এরই মধ্যে খারাপ খবর। চোটের জন্য় ছিটকে গেলেন হার্দিক সিং।
হকি বিশ্বকাপের বাইরে হার্দিক সিং
হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য হকি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মিডফিল্ডার হার্দিক সিং। পুল ডি-র দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে চোট পান হার্দিক। গ্রুপের শেষ ম্যাচে ওয়েলশের বিরুদ্ধে খেলতে পারেননি হার্দিক। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ভারতের। সেই ম্যাচের আগেই চোট পেয়ে ছিটকে গেলেন হার্দিক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেলে কোয়ার্টার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন বেলজিয়ামের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচেও খেলতে পারবেন না হার্দিক। ফলে সমস্যায় পড়তে পারে ভারতীয় দল। হার্দিকের পরিবর্তে খেলবেন রাজ কুমার পাল। এবারের হকি বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত ভারতীয় দল। গ্রুপের প্রথম ম্যাচে স্পেনকে ২-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে ভারত। এরপর গ্রুপের শেষ ম্যাচে ওয়েলশকে ৪-২ গোলে হারিয়ে দেয় ভারত। তবে তারপরেও ইংল্যান্ডের চেয়ে গোলপার্থক্য পিছিয়ে থাকায় গ্রুপে দ্বিতীয় হয়েছে ভারত। ফলে সরাসরি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেনি ভারত।
এটিকে মোহনবাগানের ড্র
আইএসএল-এর অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িন এফসি-র সঙ্গে গোলশূন্য ড্র করল এটিকে মোহনবাগান। এই ড্রয়ের ফলে ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৪ নম্বরে থাকল এটিকে মোহনবাগান। ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৮ নম্বরে চেন্নাই।
গ্রেফতার ব্রাজিলের তারকা ড্যানি আলভেজ
নাইটক্লাবের রেস্টরুমে এক মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন ব্রাজিলের রাইট ব্যাক ড্যানি আলভেজ। গত মরসুমে মেক্সিকোর একটি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হন আলভেজ। এই ফুটবলার গ্রেফতার হতেই তাঁর সঙ্গে চুক্তি রদ করেছে মেক্সিকোর ক্লাবটি।
সাসপেন্ড কুস্তি ফেডারেশনের সহ-সচিব
জাতীয় কুস্তিু ফেডারেশনের সহ-সচিব বিনোদ তোমরকে সাসপেন্ড করল ক্রীড়ামন্ত্রক। কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তোমর। এরপরেই শনিবার তাঁকে সাসপেন্ড করা হয়।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ জয় ভারতের
১ ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতে গেল ভারতীয় দল। শনিবার রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে ৮ উইকেটে জয় পায় ভারতীয় দল। প্রথমে ব্যাটিং করতে নেমে ১০৮ রানেই গুটিয়ে যায় কিউয়িদের ইনিংস। ২০.১ ওভারেই ২ উইকেট হারিয়ে সেই রান টপকে যায় ভারত।
৪৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উমেশ যাদবের
ভারতীয় দলের অভিজ্ঞ পেসার উমেশ যাদবের বন্ধু ও ম্যানেজার শৈলেশ ঠাকরের বিরুদ্ধে নাগপুরে জমি কেনার নামে ৪৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোরাডি থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল
এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হতে পারে জুনের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত। লন্ডনের ওভালে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে ফাইনালে পৌঁছে যেতে পারে ভারতীয় দল।
আরসিবি-র ট্যুইটার হ্যান্ডল হ্যাক
শনিবার হ্যাক হয়ে যায় আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ট্যুইটার হ্যান্ডল। নন-ফাঞ্জিবল টোকেন সংক্রান্ত নানা পোস্ট করা হয় আরসিবি-র ট্যুইটার হ্যান্ডল থেকে। পরে অবশ্য আরসিবি-র ট্যুইটার হ্যান্ডল হ্যাকারদের কবলমুক্ত করা সম্ভব হয়েছে।
মহিলাদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হার
মহিলাদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শনিবার অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে গেল ভারত। প্রথমে ব্যাটিং করতে নেমে ৮৭ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। ৩ উইকেট হারিয়ে সেই রান টপকে যায় অস্ট্রেলিয়া। এই হারের ফলে ভারতের সেমি ফাইনালে যাওয়া একটু কঠিন হয়ে গেল।
সৌদি ক্লাবে সই করছেন না মেসি
আপাতত সৌদি আরবের কোনও ক্লাবে লিওনেল মেসির সই করার সম্ভাবনা নেই। এমনই জানালেন সৌদি ফুটবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ইব্রাহিম আলকাশিম। মেসি নিজেও কয়েকদিন আগে জানিয়েছেন, তিনি প্যারিস সাঁ জা-র সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী।