UWSFF World Championship 2025: থাইল্যান্ডের (Thailand) পাটায়ায় (Pattaya) পাওয়ারলিফটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন কলকাতার মেয়ে অদিতি নন্দী (Aditi Nandy)। তিনি সোনা জিতে কলকাতায় ফিরেছেন।

DID YOU
KNOW
?
পাটায়ায় সোনা অদিতির
থাইল্যান্ডের পাটায়ায় পাওয়ারলিফটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন কলকাতার মেয়ে অদিতি নন্দী।

Powerlifting Championship: বিশ্ব পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে (UWSFF World Championship 2025) সোনা জিতে কলকাতায় ফিরলেন অদিতি নন্দী ((Aditi Nandy)। থাইল্যান্ডের (Thailand) পাটায়ায় (Pattaya) এই প্রতিযোগিতা হয়। কলকাতা ছাড়ার আগে এশিয়ানেট নিউজ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অদিতি জানিয়েছিলেন, দেশকে সোনা জেতানোই তাঁর লক্ষ্য থাকবে। কথা রাখলেন এই যুবতী। প্রথমবার বিশ্ব প্রতিযোগিতায় যোগ দিয়ে মাস্টার্স ওয়ান বিভাগে সোনা জিতলেন অদিতি। তিনি এক বেসরকারি সংস্থায় উচ্চ পদে কর্মরতা। অফিসের দায়িত্ব সামলে নিয়মিত পাওয়ারলিফটিং অনুশীলন চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে সোনা জিতলেন অদিতি। তিনি দৃঢ়প্রতিজ্ঞ মানসিকতা, শক্তি, দক্ষতা ও সাহসের পরিচয় দিয়েছেন। ৪০ বছর বয়সেও যে কোনও তরুণীর মতোই শারীরিকভাবে সক্ষম তিনি। পাটায়ায় তারই প্রমাণ দিলেন। এই সাফল্যেই থেমে থাকা নয়, আরও খেতাব জেতাই তাঁর লক্ষ্য।

দেশকে পদক উৎসর্গ অদিতির

সোনা জিতে কলকাতায় ফেরার পর অদিতি জানিয়েছেন, ‘এই পদক শুধু আমার নয়, ভারতের। প্রতিদিন ভোরবেলা ও সন্ধেবেলা যে ঘাম ঝরিয়েছি, যত চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে, সবকিছুই এই মুহূর্তের জন্যই ছিল। আমি যখন পোডিয়ামে দাঁড়িয়েছিলাম, জাতীয় পতাকা সবার উপরে উত্তোলন করা হয়েছিল, সেই মুহূর্ত আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ছিল। আমার আশা, এই সাফল্যের মাধ্যমে আরও অনেক মেয়েকে স্ট্রেংথ স্পোর্টসে যোগ দেওয়ার বিষয়ে অনুপ্রাণিত করতে পারব। ওরা নিজেদের সত্যিকারের ক্ষমতা আবিষ্কার করতে পারবে।’

অদিতির সাফল্যে গর্বিত কোচ

অদিতির কোচ জেসন মার্টিন (Jason Martin) বলেছেন, ‘চরিত্রের সত্যিকারের দৃঢ়তা ঠিক কেমন হয়, তা সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে অদিতি। ও যেভাবে প্রস্তুতি নিয়েছে তা কঠোর। ও পরিশ্রম করে গিয়েছে। ও নিজের লক্ষ্যে অটল ছিল। ও সবচেয়ে বড় মঞ্চে চ্যাম্পিয়নের হৃদয় নিয়ে সেরা পারফরম্যান্স দেখিয়েছে। সবে শুরু হল। ওর মধ্যে আরও অনেক খেতাব জেতার সম্ভাবনা আছে। ওর জন্য ভারতের অসম্ভব গর্বিত হওয়া উচিত।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।