ISL 2026: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অনুরোধ মেনে নিল এশিয়ান ফুটবল কনফেডারেশন। ইতিমধ্যেই এএফসি-র তরফ থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে সংক্ষিপ্ত ফরম্যাটের আইএসএল-কে।

ISL 2026: নয়া আইএসএল-এর মডেল তথা সংক্ষিপ্ত ইন্ডিয়ান সুপার লিগকে স্বীকৃতি দিল এশিয়ান ফুটবল কনফেডারেশন তথা এএফসি (isl 2026 schedule)। প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দেশের মেগা ফুটবল টুর্নামেন্ট আইএসএল (isl 2026 news)। 

এএফসি-র তরফ থেকে স্বীকৃতি

তবে এবার লিগ আয়োজিত হতে চলছে সুইস মডেলে। অর্থাৎ, সংক্ষিপ্তভাবে আয়োজন করা হবে এই মেগা প্রতিযোগিতার। প্রত্যেক দল প্রত্যেকের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। আর এই লিগ শুরু হওয়ার আগেই, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অনুরোধ মেনে নিল এশিয়ান ফুটবল কনফেডারেশন। ইতিমধ্যেই এএফসি-র তরফ থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে সংক্ষিপ্ত ফরম্যাটের আইএসএল-কে। 

প্রসঙ্গত, আইএসএল-কে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আগেই এশিয়ান ফুটবল কনফেডারেশনকে জানিয়ে দেয় এআইএফএফ। তারপরেই আইএসএল-এর এই সংক্ষিপ্ত ফরম্যাটকে স্বীকৃতি দেয় এএফসি। এমনকি, চলে এসেছে লিখিত বিবৃতিও। 

কোয়ালিফায়ার খেলে এএফসি-র মূলপর্বে যেতে হবে

বৃহস্পতিবার, এএফসি-র কাছ থেকে একটি চিঠি এসে পৌঁছয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে। এআইএফএফ-এর পক্ষ থেকে করা আবেদনে সাড়া দিয়ে তা মঞ্জুর করেছে এশিয়ার ফুটবল নিয়ামক সংস্থা। 

তার মানে হল, আইএসএল-এর বিজয়ী দল এবং সুপার কাপের বিজয়ী দল এএফসি আয়োজিত প্রতিযোগিতায় খেলতে পারবে। অর্থাৎ, তারা সহজেই স্লট পেয়ে যাবে। এতদিন পর্যন্ত, আইএসএল লিগ-শিল্ড চ্যাম্পিয়ন দল সরাসরি এএফসি-র মূলপর্বে খেলার ছাড়পত্র পেত। কিন্তু এবার আর তা হবে না। তাই এক্ষেত্রে দুটি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকেই কোয়ালিফায়ার খেলে এএফসি-র মূলপর্বে যেতে হবে। 

এএফসি-র নিয়ম কী বলছে?

যে কোনও দেশের শীর্ষ ফুটবল লিগকে এএফসি-র অনুমোদন পেতে গেলে কিছু শর্ত অবশ্যই মানতে হয়। তার মধ্যে অন্যতম প্রধান শর্ত হল, ম্যাচ ক্রাইটেরিয়া পূরণ। অর্থাৎ, একটি লিগে খেলা কোনও দলকে ন্যূনতম ২৪টি করে ম্যাচ খেলতেই হবে। তবে এবারের আইএসএল যে মডেলে আয়োজন করা হচ্ছে, সেখানে কোনও দলের পক্ষেই এই কোটা পূরণ করা সম্ভব নয়। 

তাই এই বিশেষ পরিস্থিতির কথা আগে থেকেই এএফসি-কে জানায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। দেরিতে লিগ শুরু হলেও ম্যাচগুলি আগের মতোই হোম এবং অ্যাওয়ে ভিত্তিতেই আয়োজিত হবে। তারপর আবার আগের মতোই নকআউট ফর্মেশনে খেলা হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।