সংক্ষিপ্ত

ওড়িশায় চলছে হকি বিশ্বকাপ। জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ক্রীড়াবিদদের। শুরু হয়েছে তদন্ত।

ব্রিজভূষণ শরণ সিংকে নিয়ে বিতর্ক অব্যাহত

ভারতীয় ক্রীড়ামহলে কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংকে নিয়ে অসন্তোষ ক্রমেই বাড়ছে। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। জাতীয় কুস্তি ফেডারেশন ভেঙে দেওয়ার দাবিতে অনড় কুস্তিগীররা। শনিবারই ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে কুস্তি ফেডারেশনের সহ-সচিব বিনোদ তোমরকে সাসপেন্ড করা হয়েছে। এরই মধ্যে নতুন বিতর্ক তৈরি হয়েছে। শনিবার উত্তরপ্রদেশের গোন্ডায় একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেখা যায় ব্রিজভূষণকে। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হলেও, এই প্রতিযোগিতা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কুস্তি ফেডারেশন। এতে ক্ষুব্ধ ক্রীড়ামন্ত্রক ওই প্রতিযোগিতা বাতিল করার নির্দেশ দিয়েছে। ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, কুস্তি ফেডারেশনের বর্তমান কর্তারা দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করতে পারবেন না। বজরঙ্গ পুনিয়া, ভিনেশ ফোগটের মতো ক্রীড়াবিদরা অবশ্য এখনও নিজেদের দাবিতে অনড়। তাঁদের দাবি, কুস্তি ফেডারেশন ভেঙে দিতে হবে এবং ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যতক্ষণ না এই দাবি পূরণ হবে ততক্ষণ প্রতিবাদ চলবে।

বিস্তারিত দেখুন-

রিয়াধে মেসি বনাম রোনাল্ডো

সৌদি আরবের ক্লাব আল-নাসরে সই করার পর লিওনেল মেসির প্য়ারিস সাঁ জা-র বিরুদ্ধে প্রথম ম্যাচ খেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার রিয়াধের কিং ফাহদ স্টেডিয়ামে প্রায় ৫৫ মিনিট ১০ জনে খেলেও রিয়াধ সিজন টিমের বিরুদ্ধে ৫-৪ গোলে জয় পেল পিএসজি। এই ম্যাচ দেখতে হাজির ছিলেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। তিনি মেসি-রোনাল্ডোদের সঙ্গে করমর্দন করেন।

বিস্তারিত দেখুন-

মেসিদের বাংলাদেশ সফর নিয়ে সংশয়

এ বছরের জুনে কি সত্যিই বাংলাদেশ সফরে যাবে আর্জেন্টিনা দল? বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজি সালাহউদ্দিন দাবি করেছেন, লিওনেল মেসিদের বাংলাদেশ সফর নিয়ে কোনও সংশয় নেই। কিন্তু শোনা যাচ্ছে, আর্জেন্টিনার ফুটবল সংস্থার এক কর্তা জানিয়েছেন, তাঁদের এ ব্যাপারে কিছুই জানা নেই। ফলে মেসিরা ২০১১ সালের পর ফের বাংলাদেশ সফরে যাবেন কি না, সে ব্যাপারে সংশয় তৈরি হয়েছে।

বিস্তারিত দেখুন-

হকি বিশ্বকাপে পুল ডি-তে দ্বিতীয় ভারত

এবারের হকি বিশ্বকাপের ফর্ম্যাটে অনুযায়ী ৪ গ্রুপের সেরা দলগুলি সরাসরি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছ। গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দলগুলি কোয়ার্টারে জায়গা করে নেওয়ার জন্য নিজেদের মধ্যে লড়াই করছে। পুল ডি-তে দ্বিতীয় হয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা করতে পারল না ভারতীয় দল।

বিস্তারিত দেখুন-

হকি বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে জয়ের রেকর্ড

হকি বিশ্বকাপের ইতিহাসে কোনও ম্যাচে সবচেয়ে বেশি গোলে ম্যাচ জেতার রেকর্ড গড়ল নেদারল্যান্ডস। বৃহস্পতিবার পুল সি-র ম্যাচে চিলিকে ১৪-০ হারাল নেদারল্যান্ডস। এর আগে হকি বিশ্বকাপের কোনও ম্যাচে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। ২০১০ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২-০ জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে দিল ডাচরা।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের

১ ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতে গেল ভারত। শনিবার দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ১০৮ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ২ উইকেট হারিয়েই সেই রান টপকে যায় ভারত। ৫১ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। ৩ উইকেট নেন মহম্মদ শামি।

বিস্তারিত দেখুন-

ওডিআই ফর্ম্যাটে নতুন রেকর্ড শুবমানের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে দ্বিশতরান করেন ভারতের ওপেনার শুবমান গিল। ওডিআই ফর্ম্যাটে কনিষ্ঠতম ব্যাটার হিসেবে দ্বিশতরান করার রেকর্ড গড়লেন শুবমান। ভারতীয়দের মধ্যে ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে দ্রুত ১,০০০ রান পূর্ণ করলেন শুবমান।

বিস্তারিত দেখুন-