সংক্ষিপ্ত

পুরুষদের টেনিসের ইতিহাসে সর্বকালের অন্যতম সফল খেলোয়াড় নোভাক জকোভিচ। ৩৭ বছর বয়সেও গ্র্যান্ড স্ল্যামে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন এই তারকা।

রবিবার কি ২৫-তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতে নতুন রেকর্ড গড়তে চলেছেন সার্বিয়ার তারকা নোভাক জকোভিচ? এই আশা উজ্জ্বল হয়ে উঠেছে। শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে উইম্বলডনে পুরুষ সিঙ্গলসের দ্বিতীয় সেমি-ফাইনালে ইটালির লরেঞ্জো মুসেত্তির বিরুদ্ধে স্ট্রেট সেটে জয় পেলেন জকোভিচ। তাঁর পক্ষে ম্যাচের ফল ৬-৪, ৭-৬ (৭-২), ৬-৪। অসাধারণ লড়াই করে জয় ছিনিয়ে নিলেন জকোভিচ। অপর সেমি-ফাইনালে রাশিয়ার ড্যানিল মেদভেদেভকে ৪ সেটের লড়াইয়ে হারিয়ে দিয়েছেন স্পেনের তারকা কার্লোস আলকারাজ। তাঁর পক্ষে ম্যাচের ফল ৬-৭ (১-৭), ৬-৩, ৬-৪, ৬-৪। প্রথম সেটে হারের পরেও ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিলেন আলকারাজ। তিনি ২০২৩ সালে উইম্বলডনে পুরুষ সিঙ্গলস চ্যাম্পিয়ন হন। এ বছরের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন এই স্প্যানিশ তারকা। তাঁর সামনে পরপর ২ গ্র্যান্ড স্ল্যাম এবং টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে।

লড়াই করে জিততে হল জকোভিচকে

এটিপি র‍্যাঙ্কিংয়ে ২৫ নম্বরে থাকা মুসেত্তি এখনও পর্যন্ত গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। এবারের উইম্বলডন সেমি-ফাইনালে পৌঁছে যাওয়াই তাঁর কেরিয়ারের সেরা সাফল্য। জকোভিচের কাছে হেরে গেলেও, অসাধারণ লড়াই করলেন মুসেত্তি। তিনি কিছু অসাধারণ শট খেললেন। একসময় মনে হচ্ছিল, জকোভিচের পক্ষে হয়তো মুসেত্তিকে হারানো সম্ভব হবে না। প্রথম সেটে হারের পরেও, দ্বিতীয় সেটে দুর্দান্ত লড়াই করেন ইটালির তরুণ তারকা। তবে দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নেন জকোভিচ

উইম্বলডন ফাইনালে জমজমাট লড়াই

রজার ফেডেরার অবসর নিয়েছেন। রাফায়েল নাদালও চোটের জন্য কেরিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন। এই পরিস্থিতিতে বর্তমানে পুরুষদের সিঙ্গলসে অন্যতম সেরা খেলোয়াড় জকোভিচ ও আলকারাজ। উইম্বলডন ফাইনালে তাঁদের লড়াই দেখার অপেক্ষায় টেনিসপ্রেমীরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Virat Kohli-Novak Djokovic: বিরাটের সঙ্গে দেখা হয়নি, নিয়মিত কথা হয়, জানালেন জকোভিচ

লিওনেল মেসি আদর্শ, বিশ্বজয়ী তারকার পারফরম্যান্সে মুগ্ধ নোভাক জকোভিচ

৫ সেটের লড়াইয়ে দুরন্ত জয়, প্রথমবার উইম্বলডন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ