সংক্ষিপ্ত

সোমবার মুম্বইয়ে হয়ে গেল উইমেনস প্রিমিয়ার লিগের নিলাম। দল গুছিয়ে নিল ৫ ফ্র্যাঞ্চাইজি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দর পেলেন স্মৃতি মন্ধানা। তাঁকে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

দল নিয়ে খুশি ঝুলন

সোমবার উইমেনস প্রিমিয়ার লিগের নিলামে যে ক্রিকেটারদের দলে নেওয়া হয়েছে, তাতে খুশি মুম্বই ইন্ডিয়ানসের বোলিং কোচ ও মেন্টর ঝুলন গোস্বামী। তিনি বলেছেন, 'আমি কখনও ম্যাচের দিন স্নায়ুর চাপে ভুগতাম না। আমরা কয়েকজন নির্দিষ্ট ক্রিকেটারকে দলে নেওয়ার পরিকল্পনা করেছিলাম। দিনের শেষে যে খেলোয়াড়দের আমরা দলে নিতে পেরেছি তাতে আমি খুশি।' ১.৮০ কোটি টাকা দিয়ে ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কউরকে দলে নিয়েছে মুম্বই। ইংল্যান্ডের ন্যাট স্কিভার-ব্রান্টকে ৩.২০ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে মুম্বই। জাতীয় দলে ঝুলনের প্রাক্তন সতীর্থ মিতালি রাজ এখন গুজরাট জায়ান্টসের মেন্টর। তাঁর দল নিয়েছে হারলিন দেওল, বেথ মুনি, অ্যাশলে গার্ডনারকে। মিতালি জানিয়েছেন, তিনি দল নিয়ে খুশি। তাঁরা এবার টুর্নামেন্টের জন্য় প্রস্তুতি শুরু করে দিচ্ছেন বলে জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি। বাকি ৩ ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ইউপি ওয়ারিয়র্সও দল নিয়ে খুশি।

সবচেয়ে দামী স্মৃতি

উইমেনস প্রিমিয়ার লিগের নিলামে সবচেয়ে বেশি দর পেলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা। তাঁকে ৩.৪০ কোটি টাকা দিয়ে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দ্বিতীয় সর্বাধিক দর পেলেন অ্যাশলে গার্ডনার। তাঁকে ৩.২০ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে গুজরাট জায়ান্টস। ৩.২০ কোটি টাকা দিয়ে নাতালি স্কিভারকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ানস।

অবসরের জন্য আফশোস নেই মিতালি

গত বছর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। না হলে হয়তো উইমেনস প্রিমিয়ার লিগের নিলামে ভালো দর পেতে পারতেন মিতালি রাজ। তবে তিনি জানিয়েছেন, অবসর নেওয়ার জন্য কোনও আফশোস নেই। এখন গুজরাট জায়ান্টসের মেন্টর হয়েই তিনি খুশি।

ইয়ন মর্গ্যানের অবসর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আগেই, এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকেও সরে গেলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইয়ন মর্গ্যান। এবার পরিবারের সঙ্গে সময় কাটাতে চান বলে জানিয়েছেন মর্গ্যান। তিনি ধারাভাষ্যকার হিসেবেও কাজ করতে চান।

বিস্তারিত দেখুন-

জানুয়ারির সেরা শুবমান গিল

জানুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে শুবমান গিলের নাম ঘোষণা করল আইসিসি। সীমিত ওভারের ফর্ম্যাটে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন শুবমান। সেই কারণেই তিনি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন। মহিলা ক্রিকেটে মাসের সেরা হলেন ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক গ্রেস স্ক্রিভানস।

বিস্তারিত দেখুন-

ধরমশালা থেকে সরে গেল টেস্ট ম্যাচ

হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের আউটফিল্ড তৈরি না থাকায় ধরমশালা থেকে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সরে গেল ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ। তবে সূচিতে কোনও বদল হয়নি। ১ মার্চই শুরু হবে ম্যাচ।

বিস্তারিত দেখুন-

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত শ্রেয়াস

কোমরের চোটের জন্য দিল্লিতে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচেও হয়তো খেলতে পারবেন না ভারতের নির্ভরযোগ্য ব্যাটার শ্রেয়াস আইয়ার। তিনি এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চালাচ্ছেন। সম্পূর্ণ ফিট হয়েই তিনি জাতীয় দলে ফিরবেন।

বিস্তারিত দেখুন-

ম্যান ইউ কিনতে চান ইলন মাস্ক

ট্যুইটারের পর এবার ইংল্যান্ড তথা বিশ্বের অন্যতম বিখ্যাত ও সফল ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকানা নিতে চান বিশ্বের অন্যতম সেরা ধনী ব্যক্তি ইলন মাস্ক। ৪.৫ বিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যান ইউ কিনতে চান মাস্ক। তবে তিনি এখনও সরকারিভাবে এই প্রস্তাব দেননি বলেই জানা গিয়েছে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-এর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলতে নামছে প্যারিস সাঁ জা। চোটের জন্য এই ম্যাচে অনিশ্চিত কিলিয়ান এমবাপে। তবে হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে মাঠে ফিরছেন লিওনেল মেসি। তিনি এই ম্যাচে খেলবেন।

বিস্তারিত দেখুন-

ক্ষুব্ধ ইয়ান হিলি

নাগপুর টেস্ট ম্যাচে হারের পর সেই মাঠেই অনুশীলন করার পরিকল্পনা করেছিল অস্ট্রেলিয়া দল। কিন্তু সেই অনুমতি দেওয়া হয়নি। এতেই ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ইয়ান হিলি। তিনি দাবি করেছেন, কড়া ব্যবস্থা নেওয়া উচিত আইসিসি-র।