সংক্ষিপ্ত

দিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের অবস্থানকে সমর্থন করছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা কুস্তিগীরদের সঙ্গে দেখা করছেন।

শনিবার দিল্লির যন্তর মন্তরে অবস্থানরত কুস্তিগীরদের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি কুস্তিগীরদের আন্দোলনকে সমর্থন করেছেন। কেন্দ্রীয় সরকার কেন কুস্তিগীরদের কথা শুনছে না বা কড়া ব্যবস্থা নিচ্ছে না, সেই প্রশ্নও তুলেছেন প্রিয়াঙ্কা। তিনি দ্রুত যৌন হেনস্থার অভিযোগের বিচারের দাবি জানিয়েছেন। প্রিয়াঙ্কা বলেছেন, ‘এত বিক্ষোভ সত্ত্বেও কেন দু’টি এফআইআর-এর কপি প্রকাশ করা হচ্ছে না? যখন তদন্ত চলছে, তখন সংশ্লিষ্ট মন্ত্রী কেন পদত্যাগ করলেন না?' এর আগেও আন্দোলনরত কুস্তিগীরদের পাশে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা। তিনি প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার সরাসরি কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে সরকারকে আক্রমণ করলেন প্রিয়ঙ্কা। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ‘এই খেলোয়াড়র আমাদের গর্ব। তাঁরা কঠোর পরিশ্রম ও লড়াই করে দেশের জন্য পদক জেতেন। তাঁদেরই হেনস্থা, অসহায়তার সুযোগ নেওয়া সারা দেশের মহিলাদের অপমান। তাঁদের অবশ্যই বিচার পাওয়া উচিত। সারা দেশ বিচার চাইছে।’

প্রিয়াঙ্কার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা আন্দোলনরত কুস্তিগীরদের সঙ্গে দেখা করছেন। ভিনেশ ফোগটের কটাক্ষের পর ক্রিকেটাররাও এই আন্দোলনকে সমর্থন করছেন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ আগেই কুস্তিগীরদের আন্দোলনকে সমর্থন করেন। তাঁর পাশাপাশি সমর্থন করেছেন বীরেন্দ্র সেহবাগ, হরভজন সিংয়ের মতো প্রাক্তন ক্রিকেটাররাও। সেহবাগের ট্যুইট, ‘এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে আমাদের চ্যাম্পিয়নরা, যারা দেশের জন্য অনেক সম্মান এনেছে, জাতীয় পতাকা উঁচুতে তুলে ধরেছে, আমাদের সবাইকে আনন্দ দিয়েছে, তারা আজ রাস্তায় নেমে এসেছে। এটা সংবেদনশীল ব্যাপার। নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করতে হবে। আশা করি খেলোয়াড়রা ন্যায়বিচার পাবে।’

হরভজনের ট্যুইট, ‘সাক্ষী (মালিক), ভিনেশরা (ফোগট) ভারতের গর্ব। যারা আমাদের দেশের গর্ব তাদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে দেখে আমি একজন ক্রীড়াবিদ হিসেবে ব্যথিত। আমার প্রার্থনা, ওরা যেন ন্যায়বিচার পায়।’

সেহবাগ, হরভজনের পাশাপাশি জাতীয় দলে তাঁদের সতীর্থ ইরফান পাঠানও কুস্তিগীরদের আন্দোলনকে সমর্থন করেছেন। তাঁর ট্যুইট, ‘শুধু যখন তাঁরা পদক জেতেন তখনই নয়, ভারতীয় অ্যাথলিটরা সবসময়ই আমাদের গর্ব।’

অলিম্পিক্সে সোনাজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রা, অ্যাথলিট নীরজ চোপড়াও কুস্তিগীরদের আন্দোলনকে সমর্থন করেছেন। তবে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষা কুস্তিগীরদের এই আন্দোলনের বিরোধিতা করেছেন। তাঁর দাবি, কুস্তিগীররা দেশের ভাবমূর্তির ক্ষতি করছেন। পাল্টা বিভিন্ন মহল থেকে ঊষার সমালোচনা করা হচ্ছে।

আরও পড়ুন-

Wrestlers Protest: ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর হলেও আন্দোলন চলবে, জানালেন কুস্তিগীররা

Wrestlers Protest: বিচারের দাবিতে অ্যাথলিটদের রাস্তায় দেখে খারাপ লাগছে, বার্তা নীরজের

জ্যাংড়া জাগৃতি সংঘে কোরিয়ান মার্শাল আর্ট হাপকিডো-র টেকনিক্যাল সেমিনার