সংক্ষিপ্ত

বুধবার পুরুষদের তিরন্দাজীর ব্যক্তিগত ইভেন্টে প্রবীণ, দীপকরা নিরাশ করলেও, দুরন্ত পারফর্ম করলেন দীপিকা কুমারিষ পরপর দুটি ম্যাচ জিতে প্রি কোয়ার্টার ফাইনালে বিশ্বের এক নম্বর তিরন্দাজ।
 

দলগত ইভেন্টে সাফল্য না আসলেও, ব্যাক্তিগত ইভেন্টে দারুণ ছন্দে পাওয়া গেল বিশ্বের এক নম্বর মহিলা তিরন্দাজ দীপিকা কুমারিকে। বুধবার ব্যক্তিগত ইভেন্টে প্রথমে ভুটানের কার্মা ও পরে আমেরিকার মুনিকো ফার্নান্দেজকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা পাকা করে ফেললেন বারতীয় তারকা তিরন্দাজ। প্রথম রাউন্ডে ভুটানের প্রতিপক্ষকে হেলায় হারান দীপিকা কুমারি। তবে দ্বিতীয় রাউন্ডে মুনিকোর বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসেন দীপিকা। 

ভুটানের কার্মার বিরুদ্ধে প্রথম রাউন্ডে দুরন্ত ছন্দে পাওয়া যায় দীপিকা কুমারীকে। প্রথম সেট জেতেন ২৬-২৩ ব্যবধানে।  দ্বিতীয় সেটেরও দখল নেন ২৬-২৩ ব্যবধানেই। ভারতীয় তারকা তৃতীয় সেট জেতেন ২৭-২৪ ব্যবধানে। তিনটি সেট পরপর দীপিকা কুমারি জিতে যাওয়ায় ম্যাচ আর টেনে নিয়ে যাওয়ার দরকার পরেনি। দুরন্ত লক্ষ্যভেদে  ফলে ৬-০ সেট পয়েন্টে প্রথম রাউন্ডের ম্যাচ জিতে নেন ভারতীয় তিরন্দাজ। একইসঙ্গে দ্বিতীয় রাউন্ডে  নিজের জায়গা পাকা করে ফেলেন দীপিকা কুমারি।

 

 

তবে দ্বিতীয় রাউন্ডে আমেরিকার মুনিকো ফার্নান্দেজের বিরুদ্ধে কঠিন লড়াই হতে চলেছে তা জানাই ছিল দীপিকার। রুদ্ধশ্বাস ম্যাচ দেখল গোটা ক্রীড়া বিশ্ব। প্রথম সেটে ২৫-২৬ ব্যবধানে হারেন দীপিকা,২৮-২৫ ব্যবধানে দ্বিতীয় সেটে জেতেন তিনি। ২৭-২৫ ব্যনধানে তৃতীয় সেটেও ফের জয় তুলে নেন দীপিকা। চতুর্থ সেটে ঘুরে দাঁড়িয়ে ২৪-২৫ ব্যবধানে জয় পান মুনিকো। পঞ্চম সেটে ২৪-২৫ ব্যবধানে জিতে প্রি কোয়ার্টার ফাইনালে পৌছে গেলেন দীপিকা। তাকে ঘিরেই তিরন্দাজীতে পদক জয়ের স্বপ্ন দেখছে দেশ।


YouTube video player