সংক্ষিপ্ত

বোলেরো গাড়ির গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটি বাসের। বোলেরো গাড়িটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয় প্রশাসন জানিয়েছে বোলেরো গাড়িতে যারা ছিল তাদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে।

অমৃতের সন্ধানে মহাকুম্ভে (Kumbh) যাওয়ার পথেই পথদুর্ঘটনায় মৃত্যু হল ১০ পুণ্যার্থীর। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারালেন তীর্থযাত্রীরা। দুর্ঘটনায় আহত ১৯ জনের চিকিৎসা চলছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। তিনি ঘটনাস্থলে সরকারি অধিকারিকদের পাঠিয়েছেন। আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন।

শনিবার ভোররাতের ঘটনা। বোলেরো গাড়ির গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটি বাসের। বোলেরো গাড়িটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয় প্রশাসন জানিয়েছে বোলেরো গাড়িতে যারা ছিল তাদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। বাসের যাত্রীরা গুরুতর চোট পেয়েছে। উত্তরপ্রদেশের ত্রিবেনী সঙ্গমে পুণ্যস্থানের করবেন বলে ছত্তিশগড় থেকে রওনা দিয়েছিলেন বোলেরো গাড়ি চড়ে। যে বাসটির সঙ্গে সংঘর্ষ বেধেছে সেটিতেও ছিল পুণ্যার্থী। তবে বাসের যাত্রীরা কুম্ভ থেকে পুণ্যস্থান সেরে নিজেদের বাড়ি মধ্যপ্রদেশে ফিরছিলেন। বাসের আহত ১৯ জন যাত্রীকেও ভর্তি করা হয়েছে স্থানীয় রামনগর হাসপাতালে।

মির্জাপুর-প্রয়াগরাজ জাতীয় সড়কে বাস আর বোলেরো গাড়ির সংঘর্ষ হয়। প্রথমে উদ্ধারকাজ শুরু করে স্থানীয়রা। পরবর্তীকালে আসে পুলিশষ । ডাকা হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। তবে কী ভাবে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। কিন্তু গোটা ঘটনা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। যোগী আদিত্যনাথও খোঁজ খবর নিয়েছেন। আহতের চিকিৎসারও ব্যবস্থা করেছেন। মৃতদের পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জানিয়েছেন।

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভমেলা শুরু হয়েছে ১৩ জানুয়ারি। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এই দুর্ঘটনার আগে কুম্ভমেলায় পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০ জনের। মৌনী অমাবস্যার আগে সেই দুর্ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।