সংক্ষিপ্ত

গরম পড়তেই বাড়ছে বিদ্যুৎয়ের চাহিদা (Hot Weather)। অতিরিক্ত গরমের হাত থেকে বাঁচতে এই সময় অনেকেই বাড়িতে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বসান (Air Conditioner)। তবে এবার এই চাঁদিফাটা গরমে গ্রাহকদের স্বস্তি দিতে বিদ্যুৎ পরিষেবা নিয়ে বড় পদক্ষেপ যোগী সরকারের। 

লখনউ: গরম পড়তেই বাড়ছে বিদ্যুৎয়ের চাহিদা (Hot Weather)। অতিরিক্ত গরমের হাত থেকে বাঁচতে এই সময় অনেকেই বাড়িতে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বসান (Air Conditioner)। তবে এবার এই চাঁদিফাটা গরমে গ্রাহকদের স্বস্তি দিতে বিদ্যুৎ পরিষেবা নিয়ে বড় পদক্ষেপ যোগী সরকারের (Yogi Adityanath)। রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের স্বস্তি দিতে এবার অনলাইনে নতুন স্কীম চালু করল উত্তরপ্রদেশ সরকার (Uttar pradesh Neews)। যারফলে বিদ্যুৎয়ের লোড (Power Load) বাড়ানোর জন্য গ্রাহকদের এবার থেকে আর কষ্ট করে গরমের মধ্যে তেতেপুড়ে যেতে হবে না বিদ্যুৎ অফিসে। ঘরে বসে অনলাইনেই মিলবে সমস্ত সুযোগ সুবিধা। উত্তর প্রদেশ (Uttar Pradesh News) পাওয়ার কর্পোরেশন লিমিটেড (UPPCL) এই নতুন ব্যবস্থা চালু করেছে, যার ফলে গ্রাহকদের বিদ্যুৎ অফিসে যাওয়ার প্রয়োজন মিটবে বাড়ি বসেই।

তাহলে আর দেরী কেন? আপনি যদি হন যোগী রাজ্যের বাসিন্দা তাহলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন। জানুন বিদ্যুৎয়ের লোড বাড়াতে কীভাবে অনলাইনে আবেদন করবেন (Online Applicattion)।

বিদ্যুৎয়ের লোড বাড়াতে যে ভাবে আবেদন জানাবেন (Electricity load expansion)-

১. সংশ্লিষ্ট রাজ্যের বিদ্যুৎ গ্রাহককে সবার প্রথমে অনলাইনে এই 'www.uppcl.org' ওয়েবসাইটে যেতে হবে। যে কোনও সার্চ ইঞ্জিনে (Google Chrome) গিয়ে এটি- www.uppcl.org লিখলেই গ্রাহকদের সামনে খুলে যাবে একটি পেজ। তারপর সেখানে গিয়ে ক্লিক করতে হবে 'লোড চেঞ্জ' অপশনে (Load Change Request)। এই বিষয়ে ইউপিপিসিএল-এর চেয়ারম্যান ডঃ আশীষ গোয়েল বলেন, ''যোগী সরকার স্বচ্ছতা ও গ্রাহকদের সব ধরনের সুবিধা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ডিজিটাল প্রক্রিয়া গ্রাহকদের জন্য দ্রুত, আরও নির্ভুল এবং সময়োপযোগী পরিষেবা নিশ্চিত করবে''।

প্রসঙ্গত, যোগী সরকারের (Uttar Pradesh Govt) এই উদ্যোগ রাজ্যের লক্ষ লক্ষ বিদ্যুৎ গ্রাহককে (Electric Supply News) উপকৃত করবে। সম্পূর্ণ ঝামেলামুক্ত এই ব্যবস্থার মাধ্যমে, গ্রাহকরা এখন বিদ্যুৎ অফিসে না গিয়ে বাড়ি বসে অনলাইনে সহজেই তাঁদের পাওয়ার লোড বাড়াতে পারবেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।