উত্তরপ্রদেশে আগামীকাল বৃহৎ বৃক্ষরোপণ অভিযান। ৩৭ কোটি চারা রোপণ করা হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যা এবং আজমগড়ে বৃক্ষরোপণ করবেন।

লখনউ, ৭ জুলাই: যোগী সরকার বুধবার অনুষ্ঠিত হতে চলা বৃক্ষরোপণ মহাযজ্ঞ-২০২৫ কে অভূতপূর্ব করে তোলার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে। মহাযজ্ঞের আওতায় একই দিনে সমগ্র রাজ্যে ৩৭ কোটি চারা রোপণ করা হবে। সমস্ত ৭৫ টি জেলায় যোগী সরকারের মন্ত্রীরা বৃক্ষরোপণ করবেন। সকল জেলায় প্রশাসনিক স্তরের আধিকারিকদের নোডাল অফিসার নিযুক্ত করা হয়েছে, যারা মঙ্গলবার সকালে পৌঁছে স্থানীয় সকল ব্যবস্থা/প্রস্তুতি পর্যালোচনা করবেন। অভিযানের সাফল্যের জন্য বন বিভাগের বিভিন্ন আধিকারিকরা বিভিন্ন বিভাগ/মন্ত্রকের সঙ্গে সমন্বয় সাধন করছেন।

মুখ্যমন্ত্রী অযোধ্যা ও আজমগড়ে, রাজ্যপাল বারাবাংকিতে, কেশব প্রসাদ মৌর্য মিরাটে এবং ব্রজেশ পাঠক লখনউতে বৃক্ষরোপণ করবেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার অযোধ্যা এবং আজমগড়ে বৃক্ষরোপণ করবেন। তাঁর সঙ্গে বন রাজ্যমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) ড. অরুণ সাক্সেনা, বন রাজ্যমন্ত্রী কেপি মালিকও থাকবেন। রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল বারাবাংকিতে বৃক্ষরোপণ করবেন। রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যমন্ত্রী সতীশ শর্মা উপস্থিত থাকবেন। উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য মিরাটে এবং ব্রজেশ পাঠক লখনউতে বৃক্ষরোপণ করে অভিযানকে সফল করবেন।

সমস্ত ৭৫ টি জেলায় থাকবেন ক্যাবিনেট, রাজ্যমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) এবং রাজ্যমন্ত্রী। যোগী সরকারের মন্ত্রিগণ সব ৭৫ টি জেলায় থাকবেন। ক্যাবিনেট, রাজ্যমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) এবং রাজ্যমন্ত্রীদের বুধবার বৃক্ষরোপণ করতে হবে।

সমস্ত ৭৫ টি জেলার জন্য নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। যোগী সরকার বৃক্ষরোপণ মহাযজ্ঞের সাফল্যের জন্য সমস্ত ৭৫ টি জেলায় নোডাল অফিসার নিয়োগ করেছে। নোডাল অফিসাররা মঙ্গলবার সকালেই নির্ধারিত জেলায় পৌঁছে স্থানীয় সকল প্রস্তুতি পর্যালোচনা করবেন।

সকল বিভাগের সঙ্গে সমন্বয় সাধন করছেন বন বিভাগের আধিকারিকরা। বৃক্ষরোপণ মহাযজ্ঞ-২০২৫ এর সাফল্যের জন্য বন বিভাগের আধিকারিকরা সকল বিভাগ/মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় সাধন করছেন।