AI Technology: সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কোটি কোটি মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নানা কাজ করছেন। কিন্তু সবসময় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করার ফল ভালো হয় না।

DID YOU
KNOW
?
এআই-এর ক্ষতিকর প্রভাব
গবেষকরা জানিয়েছেন, মস্তিষ্কের উপর কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। এই কারণে এআই-এর সাহায্য না নেওয়াই ভালো।

AI Technology Use: মস্তিষ্ক (Brain) সক্রিয় ও কার্যক্ষম রাখতে সব কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) ব্যবহার এড়িয়ে চলুন। কারণ, সবসময় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া মস্তিষ্কের পক্ষে ভালো নয়। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অতিরিক্ত ব্যবহার মস্তিষ্কের ক্ষতি করছে। চিন্তা করার ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। এমনকী, কাজ করার ক্ষমতার উপরেও ক্ষতিকর প্রভাব পড়ছে। এক গবেষণার জন্য ১৮-১৯ বছর বয়সি কিশোর-কিশোরী বা তরুণ-তরুণীদের নিয়ে দল গঠন করা হয়েছিল। তাঁদের কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করতে বলা হয়েছিল। এই কাজ চলাকালীন তাঁদের মস্তিষ্কের উপর প্রভাব পরীক্ষা করেন গবেষকরা। তাঁরা এই পরীক্ষায় দেখতে পেয়েছেন, যাঁরা চ্যাটজিপিটি (ChatGPT) বা গুগল এআই (Google AI) নিয়ে কাজ করছেন, তাঁদের মস্তিষ্কের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। তাঁরা স্বাধীনভাবে কোনও চিন্তা করতে পারছেন না।

গবেষণায় ঠিক কী দেখা গেল?

গবেষকরা জানিয়েছেন, মোট ৫৪ জনকে তিনটি আলাদা দলে ভাগ করা হয়েছিল। প্রথম দলকে চ্যাটজিপিটি-র সাহায্য নিয়ে প্রবন্ধ লিখতে বলা হয়। দ্বিতীয় দলকে প্রবন্ধ লেখার জন্য গুগল এআই-এর সাহায্য নিতে বলা হয়। তৃতীয় দলকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য না নিয়ে প্রবন্ধ লিখতে বলা হয়। সবার লেখা শেষ হওয়ার পর দেখা গিয়েছে, যাঁরা চ্যাটজিপিটি ব্যবহার করেছেন, তাঁদের মস্তিষ্কের উপর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে। তাঁদের মস্তিষ্কে কম উত্তেজনা-উদ্দীপনা দেখা যাচ্ছে। তাঁরা স্বাধীনভাবে চিন্তা করে লিখতে পারছেন না। গুগল এআই-এর চেয়েও চ্যাটজিপিটি ব্যবহার করলে মস্তিষ্কের উপর বেশি নেতিবাচক প্রভাব পড়ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার না করাই ভালো

গবেষকরা আরও জানিয়েছেন, যাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার না করে নিজেদের ক্ষমতা অনুযায়ী প্রবন্ধ লিখেছেন, তাঁদের মস্তিষ্ক সচল ও সক্রিয়। তাঁরা চিন্তা করে লিখতে পারছেন। তাঁদের চিন্তাশক্তিতে গভীরতা রয়েছে। এই কারণেই গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তার মাত্রাতিরিক্ত ব্যবহার সম্পর্কে সাবধান করে দিচ্ছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।