এবার গ্রাহকের দৃষ্টি আকর্ষণে বিএসএনএল একটি রেগুলার প্ল্যান এনেছে। এই প্ল্যানটিতে তারা ১২ মাসের বৈধতা দিয়ে থাকে। সুতরাং, ঘন ঘন রিচার্জের ঝামেলা ছাড়াই একজন গ্রাহক পুরো বছর নিশ্চিন্তে উপভোগ করতে পারবেন এই প্ল্যানের সুবিধে।
সরকারি কোম্পানির রিচার্জ প্ল্যানের এই অফারে এবার চাপে পড়তে চলেছে বেসরকারি কোম্পানিগুলি। বিএসএনএল নিয়ে এসেছে ১২ মাসের ফ্রি কলিং রিচার্জ প্ল্যান যা গ্রাহকদের কাছে খুশির খবর। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থ্যাৎ ট্রাই ডেটা বাদ দিয়ে টেলিকম সংস্থাগুলিকে সাশ্রয়ী মূল্যের প্ল্যান চালু করার কথা জানিয়েছে। সেই নির্দেশ মেনে জিও,এয়ারটেল, ভোডাফোনের মতো টেলিকম সংস্থাগুলো বাজেট-ফ্রেন্ডলি রিচার্জ চালু করেছে। এবার গ্রাহকের দৃষ্টি আকর্ষণে বিএসএনএল একটি রেগুলার প্ল্যান এনেছে। এই প্ল্যান বাজারে আলোড়ন তৈরি করেছে ঠিকই পাশাপাশি বেসরকারি টেলিকম সংস্থাগুলোকে নামিয়ে দিয়েছে প্রতিযোগিতার মুখে।
বিএসএনএল এই প্ল্যান কেন অনান্য টেলিকম সংস্থার কাছে চিন্তার বিষয়
জিও, এয়ারটেল, ভোডাফোন টেলিকম সংস্থা শুধুমাত্র ভয়েস-অনলি প্ল্যান চালু করেছে ঠিকই তবে তাদের প্ল্যানের খরচ বিএসএনএল-এর চেয়ে অনেকটা বেশি।যা গ্রাহকদের কাছে খুব আকর্ষনীয় বলে মনে হচ্ছে না।অনেকেই বেসরকারী সংস্থার প্ল্যানকে ব্যয়বহুল মনে করছেন। তবে এক্ষেত্রে বিএসএনএল-এর ১১৯৮ টাকার প্ল্যান স্বস্তি দেবে গ্রাহকদের।আর বিএসএনএল-এর এই অফার চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বেসরকারী টেলিকম স্ংস্থাগুলোর কাছে।
বিএসএনএলের-এর সাশ্রয়ী প্ল্যানের সুবিধা
আপনি যদি অনান্য সংস্থার বেশি দামের রিচার্জ প্ল্যান নিয়ে অসন্তুষ্ট থাকেন তবে আপনার জন্য ভালো বিকল্প হতে পারে বিএসএনএল-এর ১১৯৮ টাকার প্ল্যান। এই প্ল্যানটিতে তারা ১২ মাসের বৈধতা দিয়ে থাকে। সুতরাং, ঘন ঘন রিচার্জের ঝামেলা ছাড়াই একজন গ্রাহক পুরো বছর নিশ্চিন্তে উপভোগ করতে পারবেন এই প্ল্যানের সুবিধে।এই অফারের মাধ্যমে বিএসএনএল দিচ্ছে প্রতি মাসে ৩০০ মিনিট টকটাইম। সারা বছরের জন্য মোট ৩৬০০ মিনিট । অতিরিক্ত সুবিধে হিসেবে গ্রাহকরা ডেটা পাবেন মাসিক ৩ জিবি করে। মোট ডেটা মিলবে ৩৬ জিবি। তাছাড়াও এই প্ল্যানে মিলবে প্রতি মাসে ৩০টি বিনাখরচে মেসেজের সুবিধা। যাদের খুব বেশি কলিং বা ডেটা পরিষেবার প্রয়োজন হয়না তাদের জন্য বিএসএনএল-এর এই প্ল্যান একেবারে আদর্শ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
