ChatGPT Updates: ভবিষ্যতে প্রাপ্তবয়স্ক ইউজ়াররা এরোটিক কনটেন্টও তৈরি করতে পারবেন এই এআই প্ল্যাটফর্মে।
ChatGPT Updates: আসন্ন ডিসেম্বর মাস থেকেই চ্যাটজিপিটি-তে আসছে বড় আপডেট (chatgpt techniques)। কনটেন্ট তৈরির ক্ষেত্রে বড়সড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের অন্যতম অ্যাপ্লিকেশন চ্যাটজিপিটি (chatgpt updates news)।
রক্ষণাত্মক অবস্থান নেয় চ্যাটজিপিটি?
ভবিষ্যতে প্রাপ্তবয়স্ক ইউজ়াররা এরোটিক কনটেন্টও তৈরি করতে পারবেন এই এআই প্ল্যাটফর্মে। ইতিমধ্যেই ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান এই ঘোষণা করে দিয়েছেন। তবে হ্যাঁ, এরোটিক কনটেন্ট তৈরির ক্ষেত্রে শুরু থেকে বেশ রক্ষণাত্মক অবস্থান নেয় চ্যাটজিপিটি।
বেশিরভাগক্ষেত্রেই দেখা গেছে, চ্যাটজিপিটি এই ধরনের কোনও প্রশ্নের উত্তর দিত না। এমনকি, কোনও ছবি তৈরির ক্ষেত্রেও থাকত একাধিক বিধিনিষেধ। বলা চলে, সরাসরি কোনও যৌন উদ্দীপনামূলক বিষয় থেকে সরিয়ে রাখতওপেনএআই-এর অন্যতম মাস্টার অ্যাপ্লিকেশন চ্যাটজিপিটি।
কিন্তু সেই জায়গা থেকে এবার সরে এল তারা। আগামী ডিসেম্বর মাস থেকে ‘ট্রিট অ্যাডাল্ট ইউজ়ার লাইক অ্যাডাল্টস’ নীতি আনছে চ্যাটজিপিটি। স্যাম অল্টম্যান নিজের সোশ্যাল মিডিয়াতে এই প্রসঙ্গে লিখেছেন, “ভেরিফায়েড অ্যাডাল্টদের জন্য আমরা এরোটিকা অনুমোদন করব।"

কী বলছেন স্যাম অল্টম্যান?
তবে এরোটিকার ঠিক কোন লেভেল অবধি চ্যাটজিপিটি অ্যাকসেপ্ট করবে, সেই বিষয়ে পরিষ্কার করে কিছু জানা যায়নি। তবে অল্টম্যানের মতে, কোনও ভেরিফায়েড অ্যাডাল্ট ইউজ়ার নির্দিষ্ট কোনও বিষয়ে জিজ্ঞেস না করা পর্যন্ত, এরোটিকা দেখতেই পাবেন না।
প্রসঙ্গত, চ্যাটজিপিটি-তে বর্তমানে চালু থাকা একাধিক ভার্সনকে ‘pretty restrictive’ বলে মনে করেন অল্টম্যান। ইউজ়ারদের মেন্টাল হেলথ সংক্রান্ত ঝুঁকির কথা মাথায় রেখেই চ্যাটজিপিটি এই অ্যাপ্রোচটি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
তবে এই অ্যাপ্রোচ আবার প্রাপ্তবয়স্ত বহু ইউজ়ারদের জন্য ‘less enjoyable’ হচ্ছে। সেইজন্যই পরিবর্তন করতে চাইছে চ্যাটজিপিটি। এরোটিক ভার্সন ছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে চ্যাটজিপিটি-তে। এবার থেকে এই চ্যাটবট পুরো মানুষের মতোই রিপ্লাই করবে। অর্থাৎ, বন্ধুর মতো ব্যবহার পাওয়া যাবে চ্যাটজিপিটি-র কাছ থেকে।
ইতিমধ্যেই এই এআই চ্যাটবটে পেরেন্টাল কন্ট্রোল চালু করে দেওয়া হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


