- Home
- Technology
- মাত্র হাজার জন সাবস্ক্রাইবার হলেই ব্যাঙ্কে ঢোকে মোটা টাকা, জেনে নিন কেমন আয় হয় Youtube চ্যানেল থেকে
মাত্র হাজার জন সাবস্ক্রাইবার হলেই ব্যাঙ্কে ঢোকে মোটা টাকা, জেনে নিন কেমন আয় হয় Youtube চ্যানেল থেকে
- FB
- TW
- Linkdin
ইউটিউব বর্তমানে অনেকেরই আয়ের মাধ্যমে পরিণত হয়েছে। ভিডিও বানিয়ে অনেকেই ইউটিউব থেকে আয় করে থাকে। অধিকাংশই কেরিয়ার গড়েছেন ইউটিউবে। তবে, জানেন কি কত আয় হয় ইউটিউব থেকে?
ইউটিউবের আয় নির্ভর করে ভিউয়ার্সের ওপর। আপনার ভিউয়ার্স যত বেশি হবে তত বেশি আয় হবে ইউটিউব থেকে।
তবে, আয়ের লক্ষ্যে ইউটিউব চ্যানেল খুললেই হল না। ভালো কনটেন্ট পোস্ট করে দর্শক টানাটাই আসল চ্যালেঞ্জ। বাড়াতে হবে সাবস্ক্রাইবার সংখ্যা।
তবে, আপনার সাবস্ক্রাইবার সংখ্যা ১০০০ এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম হলেই আপনার আয় শুরু হয়ে যাবে। তবে, আপনি কোন ধরনের কনেটেন্ট পোস্ট করছেন তার ওপর নির্ভর করে আপনার আয়। তবে আয়ের হিসেব গত এক বছরের সাবস্ক্রাইবারের ভিত্তিতে হয়।
এক প্রতিবেদনে প্রকাশিত রিপোর্ট বলছে, ১০০০ সাবস্ক্রাইবার হলে আয় শুরু। বিভিন্ন ধরনের ভিডিও থেকে আয় ভিন্ন। যেমন, গেমিং ভিডিও থেকে ৩৭.৫০ টাকা থেকে ৩০০ টাকা আয়
টেক রিভিউ-এর ভিডিও থেকে ৭৫ টাকা থেকে ৩৭৫ টাকা আয়
বিউটি ও ফ্যাশন-এর ভিডিও থেকে ৬০ টাকা থেকে ২৬২.৫০ টাকা আয়
কমেডি-র ভিডিও থেকে ৩০ টাকা থেকে ১৮৭.৫০ টাকা আয়।
তেমনই আবার ব্লগিং-এ ২২.৫০ টাকা থেকে ১৫০.০০ টাকা আয় হয়। এডুকেশনে ৩৭.৫০ টাকা থেকে ২২৫ টাকা আয় এবং হেলফ ও ফিটনেসে ৫২.৫০ টাকা থেকে ৩০০ টাকা আয় হয়। ট্রাভেল ব্লগ থেকে ৩০ টাকা থেকে ১৮৭.৫০ টাকা আয় হয়। ফুড ব্লগ থেকে আয় হয়।
তবে, এই আয়ের হিসেব হয় ডলারে। তাই ডলারে দামের উত্থান ও পতনের ওপর আপনার আয় পরিবর্তন হতে পারে।
তাও আন্দাজ করা যায় আপনার ১০০০ জন সাবস্ক্রাইবার হলে ১০০০ টাকা থেকে ৩০০০ টাকা আয় হয় হবে মাসে। ১০,০০০ জন হলে ৭৫০০ টাকা থেকে ২২.৫০০ টাকা আয় হয় হবে মাসে। ১০০,০০০ জন হলে ৭৫,০০০ টাকা থেকে ২,২৫,০০০ টাকা আয় হয় মাসে। ১,০০০,০০০ জন হলে ৭.৫ লক্ষ টাকা আয় হয় মাসে।
ইউটিভ থেকে আয় করতে গেলে সবার আগে সেটিং-এ যান। আপনার অ্যাকাউন্টে যান। সেখান থেকে হেলফ অপশনে যান। এবার How to earn money on you tube অপশনে ক্লিক করুন।
এই অপশন থেকে বিস্তারিত জানতে পারবেন। কত সাবক্রাইবার কিংবা কত ভিউয়ার্স হলে আয় হয় তা জানা সম্ভব।