Mobile Phone Charging Method: মোবাইল ফোনে কখনও ১০০ শতাংশ চার্জ দেওয়া উচিত নয়। এর কারণ জানলে অবাক হয়ে যাবে। জেনে নিন বিশেষজ্ঞরা এ বিষয়ে কী বলছেন। না হলে সমস্যায় পড়তে পারেন।
Mobile Phone Charging: মোবাইল ফোনে চার্জ দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু সর্তকতা রয়েছে। যেগুলি সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি না। সাধারণভাবে সবসময়ই মোবাইল ফোন ১০০% চার্জ করে তবেই অ্যাডাপ্টার খোলেন অনেকে। কিন্তু এই প্রক্রিয়াটি মোবাইল ফোনের ব্যাটারির স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়। তবে ঠিক কতক্ষণ মোবাইল ফোনের ব্যাটারি চার্জে রাখা উচিত জানেন কি? মোবাইল ফোন এমন একটি প্রয়োজনীয় ডিভাইস যা আমাদের প্রায় ২৪ ঘন্টায় ব্যবহার করতে হয়। তাই তো এর ব্যাটারি ব্যাকআপ সম্পর্কেও বিশেষ যত্ন প্রয়োজন। কারণ অল্প কিছুক্ষণ পরেই যদি ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে যায় তাহলে পড়তে হয় নানা ধরনের বিড়াম্বনায়। রাস্তাঘাটে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তো আর সবসময় চার্জ দেওয়া সম্ভব নয়। আবার অনেক সময় সামান্য অসতর্কতার কারণে আমরা ব্যাটারি পারফরম্যান্সকে নষ্ট করে ফেলি। চলুন মোবাইল ফোনে চার্জ দেওয়ার পদ্ধতি সম্পর্কে কিছু সতর্কতা জেনে নেওয়া যাক।
মোবাইল ফোন কি ১০০% চার্জ করা উচিত?
- বর্তমান যুগের আধুনিক স্মার্টফোনগুলিতে মোবাইলের ব্যাটারি লিথিয়াম আয়ন দিয়ে তৈরি করা হয়। এই আধুনিক প্রযুক্তির ব্যাটারিগুলি সাধারণত ৩০ থেকে ৩৫ শতাংশ চার্জিং হলেই ভালোভাবে কাজ করে। তবে আপনি যদি এটাকে সবসময় শতভাগ অথবা ফুল চার্জ করে থাকেন তাহলে সেটি ডিভাইসের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
- গবেষকরা বলে থাকেন, একটি লিথিয়াম আয়ন ব্যাটারির জীবনকাল ২ থেকে ৩ বছর হয়ে থাকে। অর্থাৎ এই সময়তে খুবই ভালো পারফরম্যান্স করে। আবার একটি আধুনিক স্মার্টফোনের ব্যাটারিতে ৩০০ থেকে ৫০০টি চার্জিং সাইকেল থাকে।এর মানে হচ্ছে আপনি যদি একবার ব্যাটারিকে ফুল চার্জ অর্থাৎ ১০০ শতাংশ করেন, তাহলে একটি সাইকেল পূর্ণ হয়ে যাবে। আর আপনি যদি ব্যাটারিকে ৩০০ থেকে ৫০০ বার ফুল চার্জ করে থাকেন, তাহলে ব্যাটারির সকল সাইকেল পূর্ণ হয়ে যাবে। এমতাবস্থায় পারফরম্যান্স এবং ব্যাকআপের কিছুটা কমতে দেখা দিতে পারে। এমনকী, ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায় একই কারণে।
তাই প্রযুক্তিবিদরা পরামর্শ দিয়ে থাকেন কোন স্মার্টফোনের ব্যাটারি ৯০% এর মতো হলে চার্জিং থেকে খুলে রাখা। সবচেয়ে ভালো হয় ৮০ থেকে ৮৫ পার্সেন্ট এর মধ্যেই চার্জ করা। এতে করে সাইকেল পূর্ণ হয় না এবং ডিভাইসের পারফরম্যান্স থাকে অনেকদিন ভালো।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


