- Home
- Technology
- ATM-র পিন আপনার জন্ম তারিখ কিংবা মোবাইল নম্বর দিয়ে শুরু? উধাও হয়ে যেতে পারে আপনার সকল সঞ্চয়
ATM-র পিন আপনার জন্ম তারিখ কিংবা মোবাইল নম্বর দিয়ে শুরু? উধাও হয়ে যেতে পারে আপনার সকল সঞ্চয়
ক্রমবর্ধমান সাইবার ক্রাইমের যুগে এটিএম পিনের সুরক্ষা অত্যন্ত জরুরি। জন্ম তারিখ, মোবাইল নম্বর বা সহজ সরল সংখ্যা যেমন ১১১১ বা ১২৩৪ পিন হিসেবে ব্যবহার করলে আপনি সহজেই জালিয়াতির শিকার হতে পারেন এবং আপনার সমস্ত সঞ্চয় খোয়াতে পারেন।

সাইবার ক্রাইম ক্রমে বেড়ে চলেছে। বর্তমানে বহু মানুষ তার স্বীকার হয়েছে। সামান্য অসাবধানতার কারণে অনেকেরই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে তাদের সমস্ত সঞ্চয়। কারও এটিএম থেকে টাকা তুলে নিচ্ছে তো কারণ ফোন হ্যাক করে অনলাইনে সব টাকা সরিয়ে নিচ্ছে দুষ্কৃতিরা। তাই এই সকল জালিয়াতদের থেকে সতর্ক হতে হবে আপনাকেই। আজ বিশেষ টিপস রইল এটিএম-র পিন নিয়ে।
এটিএম-র পিন যাতে ভুলে না যাই সে কারণে অনেকেই সকল পিন দিতে চান। যা মনে রাখা সম্ভব। তেমনই আবার কেউ ATM-র পিনে জন্ম তারিখ কিংবা মোবাইল নম্বর দিয়ে থাকেন। এতে পিন ভোলার কোনও সম্ভাবনা থাকে না। কারণ এই পিন ভুলে গেলে তা আবার ফিরে পাওয়া বেশ কঠিন মনে হয় অনেকের কাছেই।
তবে, জানেন কি সহজে পিন মনে রাখতে গিয়ে আপনিই পড়ছেন বিপদে। এবার থেকে ভুলেও ATM-র পিনে আপনার জন্ম তারিখ কিংবা মোবাইল নম্বর দেবেন না। এতে সহজে দুষ্কৃতিরা আপনার এটিএম হ্যাক করে তা থেকে সব টাকা তুলে নিতে পারে। তেমনই গাড়ির নম্বরও ব্যবহার করবেন না পিন হিসেবে।
তেমনই আরও কিছু ডিজিট আছে যা দিলে সহজে জালিয়াতির শিকার হতে পারেন। যেমন ১১১১, ০০০০, ২২২২, ৩৩৩৩ এ রকম ধরনের ডিজিট না দেওয়াই ভালো। তেমনই ১২১২, ১১২২, ১২৩৪-র মতো সংখ্যাও ফেলতে পারে আপনাকে বিপদে।
তাই নিজের সঞ্চয় রক্ষা করতে চাইলে সতর্ক হন। এমন পিন দিন যাতে কেউ সহজে তার নাগাল না পায়। এরই সঙ্গে প্রতি তিন মাস অন্তর একবার করে নম্বর বদল করুন। তা না হলে পড়তে পারেন বিপদে। সময় থাকতে সতর্ক হলে বড় বিপদ থেকে বাঁচতে পারা সম্ভব।

