Malware Virus: সারাংশ ডিজিটাল দুনিয়া যতই উন্নত হচ্ছে, সাইবার ক্রাইমও হুমকি দিচ্ছে ততো। অতিসাধারণ একটি অ্যাপের আড়ালেই লুকিয়ে থাকতে পারে হ্যাকারদের ফাঁদ। তাই সচেতন হয়ে ব্যাবহার করুন ফোন।
Malware Virus: আজকের দিনে স্মার্টফোন আমাদের ভীষণই ব্যক্তিগত এবং গুরুত্বপূর্ণ সম্পদ। ছবি, তথ্য, পরিচিতি, ব্যাংক অ্যাকাউন্ট—সব কিছুই ফোনের মাধ্যমে হাতের মুঠোয়। কিন্তু ঠিক কখন কে ফাঁদ পেতে চুপিচুপি সব হাতিয়ে নেবে, তা বোঝা দায়। রোজই নতুন নতুন পন্থায় হ্যাকাররা ব্যক্তিগত তথ্য ও টাকা পয়সা হাতিয়ে নিতে চায়। এইবার নতুন এক ভয়ঙ্কর ম্যালওয়ার সেই ফাঁদেই ফেলেছে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য, নাম ‘স্পার্ককিট্টি’।
যারা ভাবছেন আপনার আইফোন আছে বলে আপনি সুরক্ষিত, দুশ্চিন্তা এবার তাদের জন্যও। এই ম্যালওয়ার অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মেই কার্যকরী এবং একবার ঢুকে পড়লে ফোনের গ্যালারির সমস্ত ছবি হাতিয়ে নিতে পারে ব্যবহারকারীর অজান্তেই।
কীভাবে কাজ করে এই স্পার্ককিট্টি?
‘স্পার্ককিট্টি’ নামের এই ম্যালওয়ারটি একটি ছদ্মবেশী ক্রিপ্টোকারেন্সি অ্যাপ। একবার ডাউনলোড করলেই সর্বনাশ। ডাউনলোডর পর প্রথমেই এটি ফটো লাইব্রেরির অ্যাক্সেস চায়। আর অনুমতি দিলে চুপিসারে সমস্ত ছবি হাতিয়ে নেয় আপনার অজান্তেই।
তবে বাঁচবেন কীভাবে?
১। অজানা সন্দেহজনক অ্যাপ ইনস্টল করবেন না
ক্রিপ্টো, লোন, বা অজানা নামের অ্যাপ, কোনো লিংক কেউ পাঠালেই দেখে উৎসাহিত হয়ে দুম করে ইনস্টল করে বসবেন না। প্লে স্টোর/অ্যাপ স্টোরে রিভিউ, রেটিং ও ডেভেলপারের নাম যাচাই করুন আগে।
২। ৪. রিকভারি ফ্রেজ স্ক্রিনশট নয়
ক্রিপ্টো ওয়ালেটের রিকভারি ফ্রেজ কখনওই স্ক্রিনশট নেবেন না বা ফোনে লিখে রাখবেন না।
৩। গ্যালারির আক্সেস নয়
কোনও অ্যাপ ডাউনলোড করার সময় যদি ফোনের ফটো লাইব্রেরির অ্যাক্সেস চায় কোনও ভাবেই সেটা নিয়ে সন্দেহ থাকলে অনুমতি দেবেন না।
সেক্ষেত্রে অ্যান্ড্রোয়েড সেট হলে, ফোনের সেটিংস -এ গিয়ে প্রাইভেসি থেকে ফোনের অ্যাপ পারমিশন থেকে বন্ধ করে রাখুন।
আইফোনের ক্ষেত্রে সেটিং থেকে প্রাইভেসিতে গিয়ে দেখে নিন কোন কোন অ্যাপকে ক্যামেরা, মাইক্রোফোন ও লোকেশনের অ্যাক্সেস কোন কোন অ্যাপকে দিয়ে রেখেছেন, সেগুলি বন্ধ করে দিন দরকার না হলে।
কী করে বুঝবেন আপনার ফোনে নজরদারি চলছে?
* হঠাৎ করে ফোনের ব্যাটারি দ্রুত ফুরিয়ে গেলে অথবা ব্যাকগ্রাউন্ডে বেশি ডেটা খরচ হলে সতর্ক হন।
* অনেক সময়ই রিমোট সার্ভারের সঙ্গে যোগ থাকে স্পাই অ্যাপগুলির। দেখুন ওয়্যারশার্কের মতো কোনও মনিটরিং টুল আপনার সিস্টেমের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কিনা।
* আপনার ওয়াই ফাইয়ের রাউটারে কোনও অচেনা কানেকশন থেকে লগ ইন করা হয়েছে কিনা খেয়াল রাখুন।