Samsung Smartphones: বছরের শুরুতেই বড় ধাক্কা! একলাফে অনেকটা বাড়ল স্যামসাং ফোনের দাম?
Samsung Smartphones: চলতি ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে ভারতে তাদের স্মার্টফোনের দাম বৃদ্ধি করেছে স্যামসাং। মূলত, প্রোডাকশন খরচ বৃদ্ধির কারণেই, এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।
13

Image Credit : Samsung website
জনপ্রিয় স্মার্টফোন মডেলের দাম বৃদ্ধি
ভারতের স্মার্টফোন বাজারে নতুন বছরের শুরুতেই দাম বৃদ্ধি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, চলতি ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে স্যামসাং তাদের কিছু জনপ্রিয় স্মার্টফোন মডেলের দাম অনেকটাই বাড়িয়েছে।
23
Image Credit : Samsung website
গ্যালাক্সি F17 5G মডেলের দাম ১,০০০ টাকা বাড়ানো হয়েছে
মূলত, প্রোডাকশন খরচ বৃদ্ধির কারণেই, এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। স্যামসাং গ্যালাক্সি A36 মডেলের দাম ১,৫০০ টাকা এবং গ্যালাক্সি F17 5G মডেলের দাম ১,০০০ টাকা বাড়ানো হয়েছে।
33
Image Credit : Social Media
S25 বা Z সিরিজের মতো ফ্ল্যাগশিপ মডেল
তবে, গ্যালাক্সি S25 বা Z সিরিজের মতো ফ্ল্যাগশিপ মডেলগুলির দাম কিন্তু অপরিবর্তিতই থাকছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Latest Videos
