স্থায়ীভাবে ফোন থেকে স্প্যাম কল, মেসেজ ব্লক করে ফেলুন, সহজ উপায় জেনে নিন
- FB
- TW
- Linkdin
ফাইন্যান্স কোম্পানি, ব্যাংক প্রতিদিন অনেক ফোন কল, মেসেজ করে ঋণ, ক্রেডিট কার্ড নেওয়ার জন্য। এই সমস্যা সকলেই ভোগ করেন। প্রয়োজন নেই বললেও বারবার কল, মেসেজ আসতে থাকে। শেষে গ্রাহক সেবায় অভিযোগ করলেও সমস্যার সমাধান হয় না।
স্প্যাম কল, মেসেজে অতিষ্ঠ হয়ে ব্যাংক, ফাইন্যান্স কোম্পানিতে অভিযোগ করলেও কিছুদিন পর আবার শুরু হয়। আমাদের অনেকেই এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি। এই সমস্যা থেকে মুক্তি পেতে স্প্যাম কল, মেসেজ ব্লক করাই একমাত্র উপায়।
স্প্যাম কল, মেসেজ ব্লক করার একটি সহজ পদ্ধতি আছে। এটি অনুসরণ করলে ২৪ ঘণ্টার মধ্যে কল, মেসেজ বন্ধ হয়ে যাবে।
স্প্যাম কল, মেসেজ ব্লক করতে আপনার নিবন্ধিত মোবাইল নম্বর থেকে ১৯০৯ নম্বরে ‘FULLY BLOCK’ লিখে মেসেজ করুন।
২৪ ঘণ্টার মধ্যে স্প্যাম কল, মেসেজ ব্লক করার নিশ্চিতকরণ মেসেজ পাবেন। এরপর ২৪ ঘণ্টার মধ্যে ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি, বিজ্ঞাপনের কল, মেসেজ আসা বন্ধ হয়ে যাবে।
এছাড়াও আরও কিছু উপায়ে স্প্যাম কল, মেসেজ ব্লক করা যায়।
কল লগ খুলে, স্প্যাম কল নম্বরে লম্বা সময় চেপে ধরুন। Block/Report Spam অপশনটি নির্বাচন করুন। এতে নম্বরটি ব্লক লিস্টে চলে যাবে।
স্প্যাম মেসেজ ব্লক করতে মেসেজে ক্লিক করুন। মেসেজটি ধরে রাখলে তিনটি বিন্দু দেখা যাবে। এতে ক্লিক করে Block অপশনটি নির্বাচন করুন।
Truecaller এর মতো অ্যাপ ব্যবহার করে সহজেই স্প্যাম কল, মেসেজ চিহ্নিত করে ব্লক করা যায়।