ভিভো V60 5G আসছে ট্রিপল রিয়ার ক্যামেরা, 6500mAh ব্যাটারি এবং ZEISS Portrait So Pro ক্যামেরা সহ। স্লিম ডিজাইন এবং নতুন স্ন্যাপড্রাগন 7 জেন 4 সিলিকন সহ অগাস্টে ভারতে লঞ্চ হবে।

চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো তাদের V60 সিরিজের ভারতীয় টিজার প্রকাশ করেছে। অগাস্ট মাসে ভিভো V60 5G মোবাইল ভারতে লঞ্চ হবে। ZEISS Portrait So Pro ক্যামেরা সহ ভিভো V60 ভারতে আসছে বলে কোম্পানির এক্স-এ শেয়ার করা টিজারে বলা হয়েছে। চীনে প্রকাশিত ভিভো S30-এর রিব্র্যান্ড ভার্সন হল ভিভো V60 5G। ভিভো S30-এর মতোই ডিজাইন দেখা যাচ্ছে V60-তে।

ভিভো V60: ট্রিপল রিয়ার ক্যামেরা

এই বছরের শুরুতে ভিভো V50 সিরিজ ভারতে লঞ্চ করেছিল কোম্পানি। এরপর V60 সিরিজও দেশে আনার প্রস্তুতি নিচ্ছে। এর জন্য কোম্পানি একটি বিশেষ ওয়েবপেজ চালু করেছে। এতে V60 5G-এর স্লিম ডিজাইন, কালার ভ্যারিয়েন্ট, ব্যাটারি ইত্যাদি ফিচার দেখা যাচ্ছে। V60-তে ZEISS ক্যামেরা ক্যাপসুল সহ দুটি রিয়ার সেন্সর থাকবে বলে টিজারে দেখা যাচ্ছে। পিল আকৃতির হবে এই ক্যামেরা মডিউল। এছাড়াও পিছনে আরও একটি ক্যামেরা দেখা যাচ্ছে। ভারতীয় বাজারের জন্য বিশেষ ZEISS পোর্ট্রেট ক্যামেরা মোড থাকবে বলে জানা গিয়েছে।

ভিভো V60: 6,500 mAh ব্যাটারি

পাতলা বেজেল সহ কার্ভড ডিসপ্লে দেখা যাচ্ছে V60-তে। V60 এই সেগমেন্টের সবচেয়ে স্লিম স্মার্টফোন হতে পারে। তবে ফোনের পুরুত্ব কত মিলিমিটার তা কোম্পানি নিশ্চিত করেনি। 6,500 mAh ব্যাটারি থাকবে V60-তে। 90 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকবে। তিনটি রঙে ফোনটি ভারতীয় বাজারে আসবে বলে ভিভো নিশ্চিত করেছে।

ভিভো V60: স্ন্যাপড্রাগন 7 জেন 4 সিলিকন

কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন 7 জেন 4 সিলিকন 4nm ক্লাস চিপসেটে ভিভো V60 আসবে বলে জানা গেছে। পূর্বসূরীর তুলনায় 27 শতাংশ পর্যন্ত বেশি কর্মক্ষমতা দেবে CPU। সুরক্ষার জন্য IP68+69 রেটিং পাওয়া V60 ক্রেতাদের খুশি করবে। ১.৫ মিটার গভীরতায় 30 মিনিট পর্যন্ত টিকে থাকবে এই ফোন। অগাস্টের দ্বিতীয় সপ্তাহে ভিভো V60 সিরিজ ভারতে লঞ্চ হবে বলে জানা গেছে। ফোনের আরও বিস্তারিত তথ্য আগামী দিনে পাওয়া যাবে।