ChatGPT: চ্যাটজিপিটির সঙ্গে কথা বলার সময় 'thank you' 'sorry' 'please' বলাটা স্বাভাবিক মানবিক অভ্যাস হলেও, তা যন্ত্রের ক্ষেত্রে সবসময় যুক্তিসংগত নয়। OpenAI-এর সিইও অন্তত পরামর্শ দিচ্ছেন সেটাই।

ChatGPT: অফিস বা পড়াশোনার কাজে সাহায্য থেকে মন খারাপের দিনে গল্প - নিত্যদিনের সবকিছুতেই সঙ্গী এখন ChatGPT। তাই স্বাভাবিক ভাবেই মানুষ কথায় কথায় চ্যাটবটের সাথে ‘প্লিজ’, ‘সরি’, ‘থ্যাঙ্ক ইউ’-এর মতো সৌজন্যমূলক শব্দ ব্যবহার করে থাকে। কিন্তু প্রশ্ন উঠছে—একটা যন্ত্রকে এত ভদ্রতা দেখিয়ে লাভটা কী? ক্ষতি হতে পারে কি এতে?

OpenAI-এর সিইও স্যাম অল্টম্যান বলে, চ্যাটজিপিটি, মেটা এআই, জেমিনাই বা যে কোনও চ্যাটবটে ‘প্লিজ’, ‘সরি’ বা ‘থ্যাঙ্ক ইউ’-এর মতো শব্দ ব্যবহার করা ঠিক নয়। চ্যাটবটের সঙ্গে সংক্ষিপ্ত ও কার্যকর কথাই বলুন। বিনা দরকারে সৌজন্য দেখানো অনর্থক এবং ব্যয়বহুল।

তবে সমস্যাটা কোথায়?

চ্যাটজিপিটি বা অন্য কোনও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-নির্ভর চ্যাটবট কোনও বাস্তব অনুভূতি বা আবেগ বোঝে না। তারা ডেটা ও অ্যালগরিদমের উপর নির্ভর করে উত্তর দেয়। যখন আপনি লিখছেন “Hi ChatGPT, can you please help me with this, thank you!”, তখন যন্ত্রটি সেটিকে একটি জটিল অনুরোধ হিসেবে বিশ্লেষণ করে এবং প্রতিটি শব্দ অনুযায়ী প্রসেস করে। কিন্তু সেটুকু করতে তাদের বিস্তর খরচ হয়। সিইও স্যাম জানিয়েছেন, চ্যাটজিপিটির সিস্টেম যে ভাবে চলে তাতে সৌজন্যমূলক শব্দের প্রত্যুত্তর দিতে অনেক বেশি বিদ্যুৎ খরচও হয়, অনেক বেশি ডেটা খরচ হয়।

স্যাম অল্টম্যান জানাচ্ছেন, একটি ‘প্লিজ’ বা থ্যাঙ্ক ইউ’ এর প্রত্যুত্তরে সহবত দেখাতে গিয়ে লক্ষ লক্ষ ডলার খরচ করতে হয়। আপনি একা একটা 'sorry' বা 'thank you' লিখছেন তাতে সমস্যা হওয়ার কথা নয়, তবে রভাবে লক্ষ লক্ষ ব্যবহাকারীরা যখন বার বার এই শব্দ গুলো ব্যাবিহার করে তখনই হয় সমস্যা, খরচ হয় লক্ষ লক্ষ ডলার।

আসলে সহবত দেখিয়ে কথা বলবে কেবল চ্যাটবটই। জবাবে মানুষকে সহবত দেখাতে বারণই করছেন স্যাম। চ্যাটবট কাজের কথারই উত্তর দেবে। তার বেশি বিনয় দেখাতে গেলে ক্ষতিই হবে। এর পরে হয়তো এই সব শব্দ ব্লকই করে দেওয়া হবে চ্যাটজিপিটি বা অন্য এআই পরিসরে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।