Dhanteras 2021- ধনতেরাসে ভুলেও কিনবেন না এই জিনিস গুলি, সংসারে ডেকে আনতে পারে বড় বিপদ

ধনতেরাসে (Dhanteras) সোনার জিনিস কেনার চল রয়েছে ভারতে। সোনা (Gold) ছাড়াও এমন অনেক জিনিস আছে যা কেনা খুব শুভ। সোনা ছাড়া রুপোর জিনিস কেনাও খুব শুভ বলে মনে করা হয়। ধনতেরাসে তবে এমন অনেক জিনিসও আছে না সংসারে অমঙ্গল ডেকে আনতে পারে বলে মনে করা হয়। ধনতেরাসে ছুড়ি বা কাঁচি (Knife) না কেনাই ভালো। ধারালো কোনও জিনিস সংসারের জন্য অশুভ বলেই মনে করা হয়। ধনতেরাসে ভুলেও স্টিলের (steel products) জিনিস কিনবেন না। শুধু স্টিলই নয় এই সময় প্লাস্টিকের জিনিসও না কেনাই ভালো। ধনতেরাসে কাচের (Glass iteams) জিনিস কিনবেন না। এর সঙ্গে রাহু সম্পর্কিত বলে মনে করা হয়, যা ডেকে আনতে পারে অমঙ্গল। ধনতেরাসে নতুন কোনও বাসন কিনলে তা খালি বাড়িতে নিয়ে আসবেন না। চাল বা জল দিয়ে তা পূরণ করে ঘরে আনুন।

Share this Video

ধনতেরাসে (Dhanteras) সোনার জিনিস কেনার চল রয়েছে ভারতে। সোনা (Gold) ছাড়াও এমন অনেক জিনিস আছে যা কেনা খুব শুভ। সোনা ছাড়া রুপোর জিনিস কেনাও খুব শুভ বলে মনে করা হয়। ধনতেরাসে তবে এমন অনেক জিনিসও আছে না সংসারে অমঙ্গল ডেকে আনতে পারে বলে মনে করা হয়। ধনতেরাসে ছুড়ি বা কাঁচি (Knife) না কেনাই ভালো। ধারালো কোনও জিনিস সংসারের জন্য অশুভ বলেই মনে করা হয়। ধনতেরাসে ভুলেও স্টিলের (steel products) জিনিস কিনবেন না। শুধু স্টিলই নয় এই সময় প্লাস্টিকের জিনিসও না কেনাই ভালো। ধনতেরাসে কাচের (Glass iteams) জিনিস কিনবেন না। এর সঙ্গে রাহু সম্পর্কিত বলে মনে করা হয়, যা ডেকে আনতে পারে অমঙ্গল। ধনতেরাসে নতুন কোনও বাসন কিনলে তা খালি বাড়িতে নিয়ে আসবেন না। চাল বা জল দিয়ে তা পূরণ করে ঘরে আনুন।

Related Video